আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই সেলফ এক্সট্রাটিং ফাইল তৈরী করা



কোন সফটওয়্যার ছাড়ায় উইন্ডোজের বিল্টইন টুলস দ্বারা সেলফ এক্সট্রাটিং ফাইল তৈরী করা যায়। এজন্য রানে গিয়ে (Start/Run) iexpress লিখে এন্টার করলে আইএক্সপ্রেস উইজার্ড আসবে। এখানে Create new Self Extraction Directive file চেক রেখে Next> বাটনে ক্লিক করুন। এবার Extract files only চেক করে Next> করুন। এখানে প্যাকেজের নাম দিয়ে Next> বাটনে ক্লিক করুন।

এরপরে No Prompt নির্বাচিত রেখে Next> বাটনে ক্লিক করুন। এবার Do not display a license চেক রেখে (আপনি চাইলে display a license চেক করে Browse বাটনে ক্লিক করে আপনার লাইসেন্স ফাইলটি দেখিযে দিতে পারেন ) Next> বাটনে ক্লিক করুন। এবার add বাটনে ক্লিক করে আপনার পছন্দের প্রোগ্রাম বা ফাইলগুলো এক এক করে যুক্ত করুন এবং অবশেষে Next> বাটনে ক্লিক করুন। এখন Default নির্বাচিত রেখে Next> বাটনে ক্লিক করে পরের উইন্ডো হতে No message নির্বাচিত রেখে Next> বাটনে ক্লিক করুন। এবার এপলিকেশন ফাইলটি কোথায় রাখতে চান Browse বাটনে ক্লিক করে সেখানে নাম দিয়ে Save করে Next> করুন এবং Next> করে Next> করে Finish করুন।

ব্যাস হয়ে গেল সেলফ এক্সট্রাটিং ফাইল। মূল লেখা এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।