সুদুরে সকালের ডাক শোনা যায়, ভোরের লাল আভার পরেই শুভ সকাল
নোয়াখালীর এক ভদ্রলোক স্টেডিয়াম মার্কেটে গিয়ে একটি টিভি দেখিয়ে বললেন যে তিনি সেটা কিনতে চান। সেলসম্যান তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললো আমরা নোয়াখালীর লোকের কাছে কিছু বিক্রি করিনা। বিষয়টি ভদ্রলোকের আত্মসম্মানে খুল আঘাত করলো। ভদ্রলোকটি পরবর্তী তিনমাস ধরে শুদ্ধ ভাষায় কথা বলার অনুশীলন করলেন। তারপর আবার সেই দোকানেই গেলেন।
এবারও আগের বারের মতো তার পছন্দের টেলিভিশনটি দেখিয়ে শুদ্ধ ভাষায় বললেন যে, তিনি সেটি কিনতে চান। কিন্তু বিধি বাম, সেলসম্যানটি আগের মতোই বললো যে, তারা নোয়াখালীর লোকের কাছে কিছু বিক্রি করেনা। ভদ্রলোকের জিদ চেপে গেলো তিনি মনে মনে পণ করলেন যে, তিনি এ দোকান থেকেই টিভি কিনে ছাড়বেন। এবার তিনি ৬ মাস মেয়াদী একটি পরিকল্পনা করলেন। শুদ্ধ ভাষা চর্চা করে তিন এতই সফলকাম হলেন যে, কারো বোঝার কোন উপায় থাকলোনা যে তিনি নোয়াখালীর লোক।
এবার তিনি ওই দোকানে গেলেন। সেলসম্যানকে শুদ্ধ ভাষায় বললেন, “টেলিভিশনটি নামাও। ওটা আমি কিনতে চাই। ” সেলসম্যান এবার রেগে গিয়ে বললো, “আপনকে না কতবার বলেছি আমরা নোয়াখালীর লোকের কাছে কিছু বিক্রি করিনা। ” ভদ্রলোকতো একেবারে থ‘।
সে অবাক হয়ে সেলসম্যানের হাত চেপে ধরলো। “ভাই আননে বুইজলেন ক্যান্নে যে, আই নিউক্যালিয়্যান”? সেলসম্যানটি তখন বিজ্ঞের মতো হেসে বললো, “নোয়াখালীর লোক ছাড়া মাইক্রোওয়েভ ওভেনকে কেউ টেলিভিশন বলেনা”।
দুঃখ্যিত নেয়াখালী নিয়ে লেখা দেখে কৌতুকটি বলার লোভ সামলাতে পারলাম না। মাফ করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।