আমাদের কথা খুঁজে নিন

   

ব্যানের পরিবর্তে গ্রেডিং পদ্ধতি চালু করা হোক

নিউক্লিয়ার সন্ত্রাস মুক্ত বিশ্ব চাই

ব্লগে ইদানিং লেখকদের ব্যান করা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা দেখছি। আমার মতে ব্লগে যাখুশি লেখার স্বাধীনতা যেমন থাকা উচিৎ না তেমনি কার মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেয়াও অনুচিত। আমরা বরং এর মাঝামাঝি একটা সমাধানের চিন্তা করতে পারি। সেটা হতে পারে লেখকদের গ্রেডিং এর ব্যাবস্থা করা। তাহলে কোন লেখক ভাল লেখে আর কার লেখা উস্কানী মুলক-আক্রমনাত্নক-সাম্প্রদায়ীক-দেশের প্রতি অবমাননাকর তা বিচারের দ্বায়িত্ব চলে যাবে পাঠকদের উপর।

পাঠকদের রেটিংএর ভিত্তিতেই লেখকের গ্রেডিং ঠিক করা যেতে পারে। একটি ব্যাবস্থা এরকম হতে পারে - যার লেখাগুলির মোট (+)রেটিং মোট (-)রেটিং এর চেয়ে ২৫% বেশি সে পাবে এ গ্রেড। যার লেখাগুলির মোট (+)এবং (-)রেটিং কাছাকাছি সে পাবে বি গ্রেড। যার লেখাগুলির মোট (-)রেটিং মোট (+)রেটিংএর চেয়ে ২৫% বেশি সে পাবে সি গ্রেড। যার লেখাগুলির মোট (-)রেটিং মোট (+)রেটিংএর চেয়ে ৫০% বেশি সে পাবে এফ গ্রেড।

কার কোন লেখা কর্তৃপক্ষের কাছে অগ্রহনযোগ্য হলে সেই লেখার উপর নির্দিস্ট পরিমান (-)রেটিং দেয়ার ব্যাবস্থা থাকবে - যেমন ব্যাক্তিগত আক্রমনের জন্য (-)২৫ । ফলে লেখকের গ্রেডং নিচে নেমে যাবে এবং তার লেখা আর কেউ গুরুত্বদিয়ে পড়বে না। কাউকে ব্যান করার প্রয়োজন নেই - সে যদি তার স্বভাব পরিবর্তন করে - ভাল ভাল লেখা দিয়ে বেশী বেশী (+)রেটিং আদায় করে ভাল গ্রেডিংএ ফিরে আসতে পারে তাতে তো ব্লগ কমিউনিটিরই লাভ - ব্যান করে দিয়ে একজন লেখক হারানোর চেয়ে কি এটাই ভাল না? আর একটা বিষয় মনে রাখা উচিৎ - এই ব্লগে যারা লেখে তারা তো আমাদের সমাজেরই মানুষ। আমাদের সমাজে যেসব বিষয়গুলি আছে তাই তাদের লেখায় ফুটে ওঠে। লেখকদের ব্যান করে দিয়ে কি আমরা সমাজ থেকে সেই বিষয়গুলি দুর করতে পারব? যেমন কিছু লোক দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে, যা আমাদের আহত করে।

আমার মতে এ'থেকে এটাই প্রমানিত হয় যে আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের চেয়ে নিজের ব্যাক্তিগত লাভের ব্যাপারেই বেশী আগ্রহী । এজন্য যদি সেই লেখকে ব্যান করা হয় তাহলে কি সমাজের সেইসব মানুষরা ভাল হয়ে যাবে - মোটেই না। বরং ব্যান হওয়ার ভয়ে তারা তাদের মনভাব লেখা থেকে হয়ত বিরত থাকবে - ফলে আমরা জানতে পারব না ঐ শ্রেনীর মানুষরা দেশের ব্যাপারে কি ভাবছে। তার চেয়ে বরং তাদের লেখার সুযোগ দেয়া উচিৎ - আর তাদের বিচারের ভার ছেড়ে দেয়া উচিৎ পাঠকের উপর। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবেন।

যারা আমার প্রস্তাবনার সাথে একমত বা এর সাথে কিছু সংযোজন-বিয়োজন করতে চান - তারা আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।