.
আরো একটি অতি স্বাভাবিক আটপৌড়ে দিন শুরু হলো-
রৌদ্র করোজ্জল
কী হবে এই দিনটি দিয়ে?
লিপির নশ্বর ঘোরে-
আমাদের মিঠে মুখে পথ চলা
হেসে হেসে কথা বলা-বলি
পুরাতন জলাশয়ের গন্ধ মাখা
লোনা রক্তে যে অন্তঃপ্রবাহ উচ্ছ্বাস তুলে বিদায় হয়েছে-
এখানে সে কথাও অস্পষ্ট মলিন আঁচড়ে বেঁচে আছে!
বাকিটা জানা-ই নেই।অস্থির পাগল সূর্য
পায়ের তলায় শর্ষে ঢেলেছে সেই কবে।
বলো,পাহাড়ী রোদ্দুর জুড়ে-
তার চোখ ঢুলে আছে আমারই ঘুমে।
তারিখ:২৯/৫/০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।