আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে দুই ধরনের অতি উগ্র আছেন।তাদের কাজই উগ্র.....

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

দুদলই অতি উৎসাহী এবং অতি উগ্র অতি আস্তিক এবং অতি নাস্তিক........আমার মতে ইহারা দুদলই মৌলবাদি। একদল রাজাকারী পোস্ট লিখে ইসলামের ছায়ার আশ্রয় নেবার চেস্টা করে; আরেক দল নাস্তিকতার কথা বলে ইসলাম বিদ্বেষী পোস্ট লিখে মুক্তিযুদ্ধের চেতনার ছায়ার নিচে আশ্রয় নেবার চেস্টা করে। প্রথম দলের মতের সাথে না মিল্লেই মুরতাদ/ কাফের ঘোষনা দিয়ে দেয়, ঠিক একই ভাবে আরেকদলের মতের সাথে না মিল্লে বেআক্কেল ঘোষনা দিয়ে দেয়। এদের দুদলই স্বনামে লেখার সাহস রাখে না।

দুদলই কাট পেস্টে মহা উৎসাহী। দুদলই অন্যের অনুভূতির প্রতি সম্মান রাখে না। দুদলই নিজের মতকে শ্রেশ্ঠ মনে করে। ------------------------------ আরো কিছু আছে, মনে আসছে না এ মুহুর্তে। ব্যক্তিগতভাবে আমি ধর্মীয়- অধর্মীয় সব পোস্টের স্বাধীনতার পক্ষে তবে সেই স্বাধীনতা যেনো স্বেচ্ছাচারে রূপ না নেয় এবং অন্যের অনুভূতিতে আঘাত না হানে।

২৬ শে মে, ২০০৮ ভোর ৬:২৫ মাহবুব সুমন ছদ্দনামে সমস্যা নাই, তবে এক নামে ভালো কথা আরেক নামে খারাপ কথা বলা ছদ্দ নামের ব্যপারে আমার সমস্যা আছে। ( আসলে ২/৩ জনের ব্যপারে জানিতো তাই বল্লাম ) আমার এক স্যার ছিলেন,(সাক্ষাত শিক্ষক না হলেও) ড. আসগর , নাস্তিক। তো স্যারের মাঝে উগ্রতা আমি লক্ষ্য করিনাই কখনোই। উনি উনার বিশ্বাষ নিয়া থাকতেন, আমি আমারটা। উনি বলতেন আমি শুনতাম, আমি বলতাম উনি শুনতেন।

যদিও উনার পড়াশুনা ও গ্যান আমার চাইতে লাখো গুন। স্রেফ আলোচনা। অনেক কিছু শিখেছি উনার কাছ থেকে। যে জন্য বলছিলাম, আসগর স্যারের কাছে যেটা দেখেছি সেটা এখানকার নাস্তিকদের অনেকের মাঝেই দেখই না। আসলেই বাড়াবাড়ি সবসময়ই খারাপ।

সেটা ধর্মের হোক বা ধর্মের বিরুদ্ধে হোক। ধর্মের বাড়াবাড়িতে টয়লেটের যাওয়ার দোয়া পড়তে যেকম কেউ আমাকে বাধ্য করতে পারেনা ঠিক তেমনি নাস্তিকতার নামে কেউ আমার বিশ্বাষকে আক্রমনও করতে পারে না। সবকিছুর একটা সীমা আছে। মাহবুব সুমন ২৬ শে মে, ২০০৮ ভোর ৬:৪৯ এজন্যই আমি আমি আমার প্রথম কমেন্টে বলেছি ব্লগে যারা ইসলাম নিয়ে পোস্টায় তাদের মুল পরিচয় রাজাকার-জামাতি- স্বাধীনতা বিরোধী; এরা ধর্মীয় পোস্ট দেয় এবং সেই সাথে রাজাকারী পোস্ট দেয়। রাজাকারী পোস্ট দিয়েই এরা ইসলামের ছায়ার নিচে আশ্রয় নেয় এবং আক্রান্ত হলেই ইসলামের বিরুদ্ধে আক্রমন হচ্ছে বলে চেঁচায়।

এখন খারাপ ভালোর কথা আসছে। আমার কথা হচ্ছে নাস্তিকতার মধ্যে যারা আছে তাদের আমি রাজাকার না বল্লেও সবসময় এদের উদ্দেশ্য সৎ সেটাও বলতে পারছি না। এজন্যও বলছি এরাও নিজের মতকে প্রতিস্ঠা করতে গিয়ে ধর্ম বিরোধী পোস্ট দেয় এবং মুক্তিযুদ্ধের ছায়ার নিচে আশ্রয় নেয়। রাজাকার হলেই খারাপ, কিন্তু যারা রাজাকার নয় তারা সবাই ভালো এটা কি ঠিক ? ব্লগার মাহবুব সুমন ভাইয়ের কমেন্টগুলো ভাল লেগেছে তাই পোষ্ট দিলাম। তিনি এই কমেন্ট করেছেন এক পোষ্টে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.