ভালোবাসি ফুল, চাঁদ, শিশু আর বাংলাদেশ। রাজাকার-মৌলবাদীরা ১০০ হাত দূরে থাকুন।
বাগদাদ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে নিয়োজিত এক মার্কিন সেনার কোরানে গুলি করে নিশানা চর্চার ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। একইসঙ্গে ওই সেনার বিচার করারও প্রতিশ্র"তি দিয়েছেন বুশ। ইরাক সরকার মঙ্গলবার একথা জানিয়েছে।
ইরাক সরকারের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বুশ টেলিফোনে প্রধানমন্ত্রী আল-মালিকির সঙ্গে আলাপকালে ব্যক্তিগতভাবে ওই ক্ষমা প্রার্থনা করেন।
মন্ত্রিসভার ওই বিবৃতিতে বলা হয়, "আমেরিকান প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন.....এবং ওই সেনাকে আদালতে সোপর্দ করার প্রতিশ্র"তি দিয়েছেন। "
ওই ঘটনায় এর আগেই ইরাকি নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়েছেন সেখানে নিয়োজিত মার্কিন সেনা কমান্ডাররা।
গত ১১ মে বাগদাদের কাছে মার্কিন সেনাদের একটি সুটিং রেঞ্জে ১০টিরও বেশি গুলিবিদ্ধ অবস্থায় একটি কোরান শরীফ পাওয়া গেলে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ইরাক জুড়ে। ইরাকি নেতারা এর প্রতিবাদ জানান এবং তার পরপরই বিষয়টি নিয়ে ক্ষমা চান মার্কিন সেনা কমান্ডাররা।
যুক্তরাষ্ট্রের সেনাসূত্র জানিয়েছে, অভিযুক্ত ওই সেনার বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে ইরাক থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে তাকে সামরিক আদালতের মুখোমুখি করা হবে কি না সে বিষয়ে কিছু জানাননি তারা।
ইরাকে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন বুশের ওই টেলিফোন আলাপ সম্পর্কে তারা জানেন না।
ওদিকে বুশের ক্ষমা প্রার্থনা বিষয়ে কথা বলার জন্য হোয়াইট হাউসের কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।