আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চল দাঁড়িয়ে আছি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

নিশ্চল দাঁড়িয়ে আছি ঠিক পিছে তপ্ত শ্বাস পড়ছে তোমার পিঠে, চুলে বুঝতে পারো কি কার উপস্থিতি? এ নিস্তব্ধ অপেক্ষা অনেক কাল ধরে ভোরের আলোটা ফুটবার সাথে সাথে চুপিসারে দাঁড়াই নীরবে পাশে এসে মাঝরাতে ভেঙে গেলে ঘুম বুঝতে পারো কি তোমাকে দেখছে একজন কেউ নিষ্পলক জড় চোখে? কোনো এক রঙঝরা সন্ধ্যায় সেই যে গেলে ছয় বেহারার পালকিতে চড়ে বধূ সাজে সানাইয়ের সুর আতশবাজি ছিলো সেই রাতে অদূরে অপেক্ষমান নিষ্কম্প নিথর দুটি হাত ছুঁতে চেয়েছিলো একবার তোমার কপোল, অধর চেয়েছিলো জানতে ভালো কি বেসেছিলো তুমি হৃদয় কন্দর কেঁপেছিলো কি কারো আকুল ডাকে? বস্তুত জড় ও জীবে পার্থক্য তেমন নেই কিছু ধরাধামে যেমন পার্থক্য নেই প্রেম ও বিরহে আমিও তোমার তাই আজো হাঁটি পাশাপাশি ছায়াহীন শরীরে দাঁড়াই এসে, বলি 'ভালোবাসি'! ২১.০৫.২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।