আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক দ্বীপ



দ্বীপ শিক্ষক : দ্বীপ কাকে বলে বলে? ছাত্র : চারিদিকে পানি দিয়ে ঘেরা সন্তানকে দ্বীপ বলে। তবে দ্বীপের একদিকে কোন পানি থাকে না। শিক্ষক : মানে! ছাত্র : হ্যাঁ স্যার, দ্বীপের উপরের দিকে কোন পানি থাকে না। সংগ্রহে: হুমায়রা নওশীন রথী, সিমলা চুক্তি শিক্ষক : বলো তো সিমলা চুক্তি কোথায় সই করা হয়েছিল? ছাত্র :চুক্তিপত্রের একেবারে নিচের দিকে, স্যার। মাহি ফয়সাল, নবম শ্রেণী, গ্রীণ হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা চিঠি লেখা আলভি : কি করছিস? সুজন : সিফাতের কাছে চিঠি লিখছি। আলভি : তুই তো লিখতে জানিস না । সুজন : তাতে কি, সিফাতও পড়তে জানে না। সংগ্রহে: এরিন ইসলাম,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।