আমাদের কথা খুঁজে নিন

   

বিটিটিবির ল্যান্ডফোনে ১০ পয়সায় কথা বলার সুযোগ !!

নতুন সূর্য, নতুন আশা!!

প্রতিমিনিটে সর্বনিম্ন ১০ পয়সায় কথা বলার সুযোগ পাবেন বিটিটিবির ল্যান্ডফোন গ্রাহকরা। এছাড়া নতুন সংযোগের ফি ও কমানো হয়েছে। ঢাকায় নতুন সংযোগের জন্য দিতে হবে এক হাজার টাকা,চট্টগ্রামে ৫০০ টাকা এবং অন্য জেলা ও উপজেলা পর্যায়ে সংযোগ ফি ৩০০ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া কোনো ফি ছাড়াই ডায়ালআপ ইন্টারনেট সংযোগও পাচ্ছেন তারা। এ সংক্রান্ত একটি প্রস্তাব রোববার অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়।

মোবাইল ও পিএসটিএন অপারেটরদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে কলরেট কমানোর এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিটিবির কলরেট কমানোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে। এটি বিটিটিবিতে পাঠানোর পর সংস্থাটি দ্রুত নতুন কলরেট বাস্তবায়ন করবে। " প্রস্তাব অনুসারে স্থানীয় কলের ক্ষেত্রে একজন গ্রাহক অফপিক আওয়ারে প্রতিমিনিট ১০ পয়সায় কথা বলতে পারবেন। পিক আওয়ারে এজন্য মিনিটপ্রতি দিতে হবে ১৫ পয়সা।

এক জেলা থেকে অন্য জেলায় কথা বলতে পিক আওয়ারে কলরেট নির্ধারণ করা হয়েছে প্রতিমিনিটে এক টাকা। অফপিক আওয়ারে তা হবে ৭০ পয়সা। বর্তমানে বিটিটিবির স্থানীয় কলরেট প্রতি ইউনিট দেড় টাকা। একই জেলার ক্ষেত্রে পিক আওয়ারে সাত মিনিট ও অফপিকে ১০ মিনিটে এক ইউনিট ধরা হয়ে থাকে। এছাড়া, মাল্টি এক্সচেঞ্জ ও বিভাগীয় শহরে পিক আওয়ারে পাঁচ মিনিটে ও অফপিকে আট মিনিটে এক ইউনিট ধরা হয়।

বিটিটিবির পিক আওয়ার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। নতুন প্রস্তাব অনুসারে বিটিটিবির ফোন থেকে বেসরকারি ল্যান্ড ফোন অপারেটরদের (পিএসটিএন) সঙ্গে কথা বলতে পিক আওয়ারে প্রতিমিনিটে দিতে হবে ৮০ পয়সা। অফপিক আওয়ারে এক্ষেত্রে খরচ হবে ৭০ পয়সা করে। আর মোবাইল ফোনে কথা বলতে পিক আওয়ারে প্রতিমিনিটে এক টাকা ও অফপিকে ৭০ পয়সা ব্যয় হবে। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রস্তাবটি কার্যকর হওয়ার পর গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট সময় বিনামূল্যে কথা বলতে পারবেন।

তবে লাইনরেন্ট আপাতত কমানো হচ্ছে না। ঢাকা ও চট্টগ্রামে মাসিক লাইন রেন্ট ৮০ টাকার সঙ্গে ৫০ মিনিট ফ্রি টকটাইম এবং বিভাগীয় শহরে ৭০ টাকা লাইনরেন্টের সঙ্গে একশ মিনিট ফ্রি টকটাইম পাওয়া যাবে। উপজেলা পর্যায়ে ৫০ টাকা লাইন রেন্টের সঙ্গেও একশ মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ থাকবে। অনুমোদিত প্রস্তাবে নতুন সংযোগের ফি কমানো হয়েছে। ঢাকায় নতুন সংযোগের জন্য দিতে হবে এক হাজার টাকা।

এর সঙ্গে জামানত দিতে হবে আরো এক হাজার টাকা। চট্টগ্রামে নতুন সংযোগের জন্য ৫০০ টাকা ও জামানতের জন্যে ৫০০ টাকা এবং অন্য জেলা ও উপজেলা পর্যায়ে সংযোগ ফি ৩০০ টাকা ও ৩০০ টাকা জামানত দিতে হবে। প্রস্তাবে কোনো ফি ছাড়াই গ্রাহকদের ডায়ালআপ ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এর জন্য আবেদন করলে গ্রাহককে একটি গোপন নম্বর দেওয়া হবে। ওই নম্বর ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বর্তমান রেটই বহাল থাকবে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারের জন্য অফ পিক আওয়ারে প্রতিমিনিটে ২০ পয়সা এবং পিক আওয়ারে ৪০ পয়সা করে খরচ হয়। (সূত্র : বিডিনিউজ২৪.কম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।