আমাদের কথা খুঁজে নিন

   

বিটিটিবির বেহাল অবস্থা

বাংলাদেশের ইন্টারনেট

বর্তমানে বাংলাদেশ ফাইবার অপটিক ব্যবহার করছে। বাংলাদেশের আই এসপি গুলো এর পূর্ন সুবিধা নিতে ব্যস্ত। কিন্তু আমাদের বিটিটিবির অবস্থা করুন। কিছু দিন আগে এক পত্রিকায় দেখলাম মাত্র 5000 টি .বিডি ডোমেন রেজিস্টার করা হয়েছে, যে খানে বাংলাদেশি ওয়েব সাইট আছে কম করে হলেও 8-10 লক্ষ। এর করন কি হতে পারে তা কেহ বলছে না।

কারন অব্যবস্থাপনা ও অযোগ্য লোক দিয়ে কাজ করানো। বিটিটিবির ওয়েব সাইটটি দেখলে মনে হয় কোন তৃতীয় শ্রেনীর ডিজাইনার দিয়ে করা যার কোন লুক বলতে কিছুনেই। কিছু ইনফরমেশন আছে যা সঠিক ভাবে সাজানো নয়। .বিডি ডোমেন রেজিস্ট্রেশন এবং ডোমেন চেক করার কোন অপশন নেই। নেই কোন অটোমেটেড সিস্টেম।

যার জন্য যদি আপনি চান একটি ডোমেইন তবে আপনাকে তাদের অফিসে গিয়ে সকল তথ্য দিয়ে সরম ফিলাপ করে আসতে হবে, শুধু তাই নয় কোন পরিবর্তনের জন্যও আপনাকে তাদের দরজায় নক করতে হবে। কোন 24/7 সাভিস নেই। রিতিমত 71 মডেলের মুরির টিন বাসের মত ঝকঝকে তকতকে। হায়রে অপটিক সাইবার কোথায় এসে পড়লি, যেখানে সাধারন কম্পানি গুলো অটোমেটেড সেখানে খোদ বিটিটিবির অবস্থা......! আর না বলি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।