চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
যুগটি দুটি নামেই অভিহিত করা যাব। গোল্ডেন এজ অব জিউইশ কালচার ইন স্পেইন অথবা গোল্ডেন এজ অব আরব রুল ইন ইবেরিয়া। ইবেরিয়ান পেনিনসুলাটি সেসময় মুসলিমদের শাসনাধীন ছিল। এই সময়টিতে ইহুদিরা সমাজে সমাদৃত ছিল। ইহুদিরা অর্থনীতি, সংষ্ক্বতি ও ধর্মীয় জীবন যাপনে প্রভুত উন্নতি সাধিত করে।
ইহুদি সংষ্ক্বতির এই 'স্বর্ন যুগের' সময়কাল নিয়ে পন্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে। রাজ্যগুলোতে ইহুদি নিগৃত হতে থাকলেকারো মতে এটির শুরু ৭১১-৭১৮ সালে (মুসলমানদের ইবেরিয়া জয়ের পর) অথবা ৯১২ সালে (আব্দ আর রহমান III এর শাসনামল)।
এই যুগটি কখন শেষ হয়েছিল তা নিয়েও মতপার্থক্য আছে। ১০৩১ সালে (যখন কর্ডোবয়ার খেলাফত যুগের সমাপ্তি ঘটে), ১০৬৬ সালে (গ্রানাডিয়ান ম্যাসাকারের দিনটিতে), ১০৯০ (যখন আলমোরাভিদাসরা আক্রমন করে), অথবা ১১০০ মাঝের দিকে (যখন আলমোহাদেসরা আক্রমন করে)।
খেলাফতের অধীনে অমুসলমিদের সাথে কিরূপ আচরন করা হয়েছিল, তা নিয়ে পন্ডিতদের মধ্যে মতপার্থক্য থাকলেও মুসলমানদের শাসনাধীন ইবেরিয়াতে বসবাসকারী ইহুদিরা এবং অন্যান্য সংখ্যালঘুরা খ্রীষ্টানদের শাসনাধীন পশ্চিম ইউরোপে বসবাসকারী ইহুদিদের চাইতে অনেকগুন ভাল ব্যবহার পায়।
অনন্য এই স্বর্নযুগে তারা পারষ্পরিক সদ্ভাব ও সুসম্পর্কের মাধ্যমে সম্মানীয় এবং সহনশীল জীবনযাপনে সক্ষম হয়েছিল।
আন্দালুস ছিল মধ্যযুগীয় ইহুদিদের জীবনযাপনের প্রান কেন্দ্র। এইসময়টিতে অনেক বিখ্যাত ইহুদি পন্ডিত জন্ম নেন। এই সময়কার ইহুদি সমাজটি ইতিহাসের সবচাইতে সম্পদশালী আর স্ট্যাবল ইহুদি সমাজে পরিনত হয়েছিল।
খ্রীষ্টিয় রাজ্যগুলোতে ইহুদিরা নিগৃহীত হতে থাকলে ইউরোপের অন্যান্য অন্চল থেকে ইহুদিরা আন্দালুসে আসা শুরু করে।
to ইহুদিরা এইসময় নিজেদেরকে নিয়জিত করে বিগগান শিক্ষায়, শিল্প এবং বানিজ্যে। শিল্কের ব্যবসা ছিল এরমধ্যে অন্যতম। তলেডোতে ইহুদিরা অর্থনীতিতে যে উন্নতি সাধন করে তা ছিল অতুলনীয়। এসময় ইহুদিরা হিব্রু আর গ্রীক ভাষা থেকে আরবী ভাষায় আবার আরবী ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে। বোটানী, জিওগ্রাফী, মেডিসিন, গনিতবিদ্যা, কবিতা এবং দর্শন বিদ্যায়ও ইহুদিরা নিজেদেরকে নিয়োজিত করে।
আব্দ আল রহমান এর ফিজিশিয়ান এবং মন্ত্রী ছিলেন হাসডাই বেন ইসাক ইবন শাপরুট, যিনি কিনা অনেক ইহুদি পন্ডিত এবং কবিদের পেটরন ছিলেন।
স্যামুয়েল হা নাগিদ, মোসেস ইবন এজরা, সোলোমন ইবন গ্যাব্রিয়েল, এবং মোসেস মেইমনিডেসের মত বিখ্যাত ইহুদি চিন্তাবিদেরা এই সময় ইহুদিদের চিন্তা চেতনার সমৃদ্ধি ঘটান। আব্দ আল রহমান এর সময়ে মোসেস বেন এনোক কর্ডোবার রাব্বি হিসাবে নিযুক্ত হন এবং আল আন্দালুস তালমুডিক শিক্ষার কেন্দ্রে পরিনত হয়। কর্ডোবা পরিনত হয় ইহুদি সাভান্তদের মিলনকেন্দ্র হিসাবে।
এসময় ইহুদিরা আংশিক অটোনমি উপভোগ করছিল, তাদের নিজস্ব আইনী ব্যবস্থা লিগ্যাল সিস্টেম এবং ছিল নিজস্ব সোস্যাল সার্ভিস।
খেলাফতের পতনের সাথে সাথে ইহুদিদের স্বর্নালী দিনগুলোও পরিসমাপ্তির দিকে এগুতে থাকে। ইহুদিদের স্বর্নযুগের অবসানের পরও ইহুদিরা আরো অনেকদিন স্পেনে গুরুত্বপুর্ন অবস্থান ধরে রেখেছিল। কিন্তু ১৪৯২ সালে স্পেনের ইসাবেলা আর ফার্নিনান্দ একটি ফরমান জারি করে ইহুদিদের দুই মাসের মধ্যে স্পেনের ত্যাগের নির্দেশ দেন। অনেক ইহুদি নির্যাতনের ভয়ে খ্রীস্টান ধর্মে ধর্মান্তর ঘটালেও শেষ রক্ষা হয়নি। নিউ খ্রীস্টানদের আয় উন্নতিতে ক্ষুব্দ চার্চে আর খ্রীষ্ট রাজ্যের উস্কানিতে অনেক নিউ খ্রীস্টানদের হত্যা করা হয়।
এমনকি পর্তুগালেও একই ভাগ্য বরন করতে হয় ইহুদিদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।