কে আছ জুয়ান হও আগু্য়ান
নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে
মাদল বাজে সেই সজ্ঞেতে শ্যামা মেয়ে নাচে
নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে
চাদেঁর আলোয় কাল কাকা নাচের তালে দোলেরে হাহা মরি
ঢুলে ঢুলে ঢলে যেন সাদা মেঘের কোলে কাল তরি
খেলে খেলেরে ঐ কি কৌতুকে খেলে,
ছলক ভরা দামিনী সেযে ঝিলিক মারে হেসে ।
নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে
পাগল পা রা চাদেঁর আলো নাচের তালে মিশে ।
নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে
কাল মেয়ের চপল বুকে সভাব নিঃশাস নাচেরে তারি তালে
বুকের মালা নাচে,
থরে থরে ঝুমকা জবা কবরীতে রাগে রাগের ঐ রঙে রঙে রাগে
শ্যামল ব’ণ ভুমিস হরে ঐ শ্যামার পরশে
নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে
পাগল পা রা চাদেঁর আলো নাচের তালে মিশে ।
নদীর ভরা দুই নয়নের নাচের তুফান জাগেরে বুঝি তাই
প্রেমের সাড়া জাগে
কটাক্ষের আঘাত এনে কাল নয়ন ডাকেরে মোরে ঐ ইশারাতে ডাকে
ঘায়েল হয়ে ফিরি আমি ঐ নয়নের পিয়াসে
নিটল পায়ে রিনিক ঝিনিক পায়েলখানি বাজে
পাগল পা রা চাদেঁর আলো নাচের তালে মিশে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।