বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, “লিগের পরবর্তী ম্যাচগুলোর জন্য নিটল টাটা স্পন্সর হয়েছে। সোমবার বিকেলে তাদের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি হবে।”
তবে স্পন্সর হিসেবে তারা কত টাকা দিতে যাচ্ছে, তা জানায়নি বাফুফে।
নিটল টাটা এক সময় জাতীয় ফুটবল লিগের স্পন্সর ছিল। এই প্রতিযোগিতা সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেলেও বাফুফে হঠাৎ করে তা বন্ধ করে দেয়।
নিটল টাটাও সরে যায় ফুটবল থেকে। অনেক দিন পর তাদের প্রত্যাবর্তন দেশের ফুটবলের জন্য সুখবর।
এবারের পেশাদার লিগের প্রথম সাত রাউন্ড স্পন্সর ছাড়াই শেষ হতে চলেছে। গ্রামীণফোনের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর কোনো স্পন্সর পায়নি বাফুফে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।