যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
এইজন্যই বোধহয় আমার গানের প্রতিযোগিতা নিয়া কারো কোনো মাথা ব্যাথা নাই। রিকশা চালাই বইলা কি আমার সুখ দুখ নাই। ভাল লাগা নাই। আমার কি ইচ্ছা করে না গান গাইতে? আমার কি সাধ হয় না আকবর হইতে? কইলাম আমার পোস্টখান একটু স্টিকি কইরা দেন যেন মানুষজন জানতে পারের আমি রিকশাচালাইলেও গান গাইতে পারি। আমাদেরও আছে অধিকার!
কিন্তু কে শোনে কার কথা! রিকশাচালকরা তো ভোদাই! কিন্তু এই ভোদাইগো রিকশায় পাছা না দিয়া আপনারা কারা ঢাকায় চলতে পারেন, আমারে একটু কন দেখি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।