স্বাধীন বাংলা
কেল্লা তাজপুর গৌরীপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরবর্তী মুঘল স্মৃতিবিজড়িত গ্রাম। কেল্লা তাজপুরের মুঘল মসনব্দার উমর খাঁর কন্যা সখিনা বিবি। সখিনা বিবির সাথে জঙ্গল বাড়ীর ঈশা খাঁর দৌহিত্র ফিরোজ খাঁর মধ্যে গভীর গড়ে উঠে।
কিন্তু সখিনার পিতা উমর খাঁ মুঘল পক্ষীয় ছিল। অপর দিকে ফিরোজ খাঁ বংশানুক্রমে মুঘলদের শত্রু।
ফলে এ বিরোধ শেষ পর্যন্ত যুদ্ধে
পর্যবসিত হয়। ফিরোজ খাঁ যুদ্ধে জয়ী হয়ে সখিনা বিবিকে বিয়ে করে জঙ্গলবাড়ী নিয়ে আসেন।
উমর খাঁ পালিয়ে দিল্লিতে সম্রাট জাহাঙ্গীরের আশ্রয় নেন। উমর খাঁ পরে মুঘল সম্রাটের সহায়তায় বিশাল যুদ্ধ-বাহিনী নিয়ে জঙ্গলবাড়ী আক্রমণ করতে অগ্রসর হয়। ফিরোজ খাঁ পথিমধ্যে পাল্টা আক্রমণ করলে প্রবল যুদ্ধ শুরু হয়।
বিশাল বাহিনীর সাথে যুদ্ধে ফিরোজ খাঁ পরাজিত এবং বন্দী হন। স্বামীর বন্দীর খবর সখিনা বিবির কাছে পৌঁছালে স্বামীর প্রাণ বাচাঁতে পুরুষের বেশ ধরে সেনাপতি পরিচয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন।
সখিনার বীরত্ব দেখে এক পর্যায়ে মুঘল বাহিনী
পিছু হটতে বাধ্য হয়।
যুদ্ধে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে উমর খাঁ রণ-কৌশল ত্যাগ করে কূট-কৌশলের আশ্রয় নেয় এবং মিথ্যা প্রচার করতে থাকে ,যার জন্য এ যুদ্ধ সে সখিনা বিবিকে ফিরোজ খাঁ তালাক দিয়েছে। ফিরোজ খাঁর মোহর যুক্ত মিথ্যা তালাক নামা দেখে সখিনা বিবি মূর্ছিত অবস্থায় অশ্বপৃষ্ঠ থেকে পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
বীরাঙ্গনা সখিনা যে জায়গায় মৃত্যুবরণ করেন সেই কুমড়ী নামক স্থানেই গড়ে উঠেছে বীরাঙ্গনা সখিনার সমাধি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।