আমাদের কথা খুঁজে নিন

   

ও সখিনা.।

ও হাসিনা… জানি একদিন ভুলবি আমারে… ও খালেদা… জানি একদিন ভুলবি আমারে..… আমি এহন চাপা পড়া, আমি এহন চাপা পড়া সাভার শহরে.… মালিক বলে, কাজে তোদের আসতে হবে মাস্ট, না আসলে বেতন তোদের কাটা যাবে জাআআস্ট… অল্প টাকার রোজগারে, কেমনে পালি বাচ্চারে… সেই খবর তো আমার মালিক কিসুই রাখলো না… ও হাসিনা… জানি একদিন ভুলবি আমারে… ও খালেদা… জানি একদিন ভুলবি আমারে…… আমি এহন চাপা পড়া, আমি এহন চাপা পড়া সাভার শহরে.।। আজকে আমি পঁচা গলা একটা শুধুই লাশ, তবু বলি, মালিক তোরা কত্ত খাইতে চাআআস? ছেলের মুখ না দেখিয়া, ছাইড়া গেলাম দুনিয়া… বুকের মানিক, তোরে ছাড়া বেহেস্তও আমার দোজখ! ও হাসিনা… জানি একদিন ভুলবি আমারে… ও খালেদা… জানি একদিন ভুলবি আমারে…… আমি এহন চাপা পড়া, আমি এহন চাপা পড়া সাভার শহরে… প্রাসংগিক এই পোস্টটিতেও ক্লিকাতে পারেন। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।