আমাদের কথা খুঁজে নিন

   

পাল্টে ফেলুন চার দেয়াল



প্রবেশ দ্বার আপনার বাড়ির প্রবেশ পথ যেন আপনার রুচি ও মনের পবিত্রতাকে প্রকাশ করতে পারে। সাধারণ বাড়ির প্রবেশ পথ খুব একটা বড় হয় না। আপনার বাড়ির ছোট প্রবেশপথকে বড় দেখাতে চাইলে সেখানে আয়না রাখতে পারেন। তাছাড়া প্রবেশ পথের প্রধান যে আলোক উৎসটি রয়েছে তার সাথে কিছু লুকানো আলোক উৎস (সরাসরি যে আলোক উৎস দেখা যায় না) থেকে আলোর ব্যবস্খা করতে পারেন। এতে বাড়ির প্রবেশ পথটিতে নাটকীয় পরিবেশ তৈরি হবে।

আলো ও আয়নার কারসাজির পাশাপাশি প্রবেশ দ্বারে এবং ভিতরে কিছু গাছ সহ পটারি সাজিয়ে রাখা যায়। সেই সাথে ঢোকার মুখে দেয়ালে ছোট খাটো পেইন্টিংস প্রবেশ পথের সৌন্দর্যকে দ্বিগুণ করে দেবে। এছাড়া প্রবেশ পথেই পবিত্রভাব ফুটিয়ে তুলতে তাজা ফুল সুন্দর করে সাজিয়ে রাখা যায় কিংবা কৃত্রিম ফুলও দিতে পারেন। টিপস আপনার ল্যাম্প শেড বেতের, কাপড়ের, কাচের যে কোনও ধরনেরই হোক না কেন তা যেন অবশ্যই পরিষ্কার করা থাকে ঘরের ডেকোরেটিভ লাইটগুলো এবং আয়না পরিষ্কার করার জন্য তূলাতে পারফিউম কিংবা আফটার শেভ লোশন নিয়ে তা করতে পারেন; এতে লাইট বা আয়নাটি পরিষ্কারও হবে সেই সাথে ঘরও হবে সুরভিত। বসার ঘর বসার ঘরে আসা অতিথিদের চমকে দিতে পুরো ঘরের আসবাবপত্র ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন।

এতে ঘরকে নতুন মনে হবে। এছাড়া কম খরচে সোফার কভার, পর্দা বদলে নিলে ঘর সম্পূর্ণ নতুন হয়ে যাবে। একটু আগে থেকে ঘর সাজানোর পরিকল্পনা করলে বসার ঘরের দেয়ালগুলোর রং-ও পরিবর্তন করা যায়। এক্ষেত্রে একটি দেয়ালকে একটু উজ্জ্বল রং ব্যবহার করে সাজাতে পারেন। তাছাড়া এখন বাজারে নানা ধরনের ওয়াল পেপার পাওয়া যায় যা অনেকটা ইটের দেয়ালের ইমেজ দেয়।

চাইলে সে ধরনের কোনও পছন্দসই ওয়াল পেপার লাগাতে পারেন বসার ঘরের যে কোনও একটি দেয়ালে। স্ট্যান্ড ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। আর যদি ঘরটি ছোট হয় তবে ঘরের মাঝখানের টেবিলটির উপরই ছোট কোনও ফ্লাওয়ার ভাস রেখে ফুল সাজাতে পারেন। বসার ঘর সাজাতে আরেকটি উপকরণের সাহায্য নিতে পারেন, যা হল ল্যাম্প। নানা ধরনের ডেকোরেটিভ ল্যাম্প শেড দিয়ে অত্যন্ত নান্দনিকভাবে বসার ঘরের আলোকসজ্জা করা যায়।

এছাড়া পেইন্টিংস, পরিবারের কোনও ছবি আপনার বসার ঘরের দেয়ালে রাখতে পারেন এবং সেই ধরনের কোনও কিছু দেয়ালে রাখলে তা ওয়াল হ্যাংগিং কোনও স্পট লাইট দিয়ে হাইলাইট করলে ভাল দেখাবে। বসার ঘরের সাজসজ্জায় আলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোর যথাযথ ব্যবহার আপনার রুচিকেই ফুটিয়ে তুলবে। বেডরুম বেডরুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর খাট। বেডরুমের খাটের স্খান পরিবর্তন করা হলে ঘরের চেহারা অনেকটাই বদলে যায়।

এর উপর বেড কভার বাছাই যথোপযুক্ত হলে তো কথাই নেই। আপনার বেডরুমের পরিবেশ ও আলোর অবস্খা অনুযায়ী নতুন বেড কভার নিতে পারেন। সেই সাথে ম্যাচ করে জানালায় পর্দা দিতে পারলে ঘরে নান্দনিক পরিবেশ তৈরি হবে। তবে মনে রাখতে হবে বেডরুমের জানালার পর্দা যেন খুব ভারি না হয়। কারণ আমাদের এখানে গায়ে গায়ে লেগে যে বাড়িগুলো তৈরি হয় তাতে বেশিরভাগ সময়ই প্রাকৃতিক আলোর প্রবেশাধিকার থাকে না।

তাই বেডরুমের পর্দা হওয়া উচিত পাতলা কোনও ফেব্রিকের। এতে বাইরের আলো এসে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে। বেডরুমের আসবাবপত্রগুলো যদি আধুনিক ধরনের হয় তবে জানালায় কাপড়ের পর্দা না দিয়ে রোমান ব্লাইন্ডস ব্যবহার করা যায়। তাতে ঘর বড়ও দেখাবে। বেডরুমে মেহমান আসলে যেন তার বিছানায় বসতে না হয় সেজন্য দুটো ছোট সুন্দর চেয়ার কিংবা একটি ডিভান রাখা যেতে পারে এবং চেয়ারের কভার বা ডিভানের কভার বেড কভারের সংগে মিলিয়ে দেওয়া যায়।

শোবার ঘরে স্বাভাবিক আলোর পাশাপাশি বেড সাইড ল্যাম্প দেওয়া যেতে পারে; এতে শোবার ঘরে নাটকীয়তা আসে। বেডরুমের জানালার পর্দা, বেড কভার ও লাইট অ্যারেঞ্জমেন্ট মিলিয়ে করলে বেশ ভাল দেখায়। এছাড়া বেডরুমে রাখতে পারেন তাজা কিংবা কৃত্রিম ফুলের সজ্জা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.