আমাদের কথা খুঁজে নিন

   

মাসুদ রানা ভক্তরা আওয়াজ দেন- আপনার পড়া সেরা রানা কোনটি? [ জরিপ পোস্ট ]

reaz.shahed@gmail.com

কাইলকা হিমু রুদ্র ভাইয়ের একটা পোস্টে শান্তির দেবদূত ভাইয়ের লগে মাসুদ রানারে লয়া কিঞ্চিৎ স্মৃতিচারণ করার পর থেইকা একদম আউলাঝাউলা অবস্থায় আছি, রানারে লয়া কতশত কাহিনী মনে পইড়া গেছে সব একসাথে; শান্তি ভাইয়ের অবস্থাও মনে হয় বেশি ভালো না। চিন্তা কইরা দেখলাম আমি যখন নষ্টালজিক হয়া সারছি তখন আপনেগোরেও হওয়ায়া ছাড়ুম; সুতরাং এই জরিপ পোস্টের আবির্ভাব। রানা ভক্তরা পৃথিবীর যে যেইখানে আছেন আওয়াজ দেন, আপনার পড়া সেরা পাঁচ রানার নাম লেইখা যান (সাথে রানারে লয়া কোনো মজার কাহিনী থাকলে তো কথাই নাই!), ভোটাভুটির পরে শীর্ষ দশ রানার নাম ব্লগে প্রকাশ করা হবে। আগামী একসপ্তা এই জরিপ চলবে; সাথে থাইকেন। উইকিপিডিয়ায় রানা নাম- মাসুদ রানা বাবার নাম- ইমতিয়াজ চৌধুরী (বিচারপতি) উচ্চতা- ৫ ফুট ১১.৫ ইঞ্চি চুলের রঙ- কালো চোখের রঙ- গভীর কালো কোড নেম- এমআরনাইন জন্মদিন- ৯ এপ্রিল প্রিয় ব্যক্তিত্ব- মেজর জেনারেল (অব) রাহাত খান (রানার বস) প্রিয় বন্ধু- সোহেল আহমেদ অন্যান্য বন্ধুরা- সোহানা চৌধুরী, ভিনসেন্ট গগল, গিলটি মিয়া, রাঙার মা, জাহেদ ইকবাল, সলিল সেন, রূপা চিরশত্রু- কবীর চৌধুরী, উ সেন, রুডলফ গান্থার, জ্যাক লেমন, খায়রুল কবীর (কবীর চৌধুরীর ছেলে), গুস্তাভ তাতাভস্কি ভাই রে এগো নাম লেখতে লেখতে শ্যাষ হয়া যাইতাছি আমি, রানা না পড়লে কেউ বুঝতারবোনা এই জ্বালা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.