আমাদের কথা খুঁজে নিন

   

CTRL + C

খুজে বেরাচ্ছি কিন্তু পাচ্ছিনা

কি খবর সবার, সব ভাল তো কয়েক দিন আগে আমরা জানলাম, চিকন মিয়ার পাসওয়ার্ড কে যেনো হ্যাক করছিল, এই কাজটা অনেক ভাবেই করা যায় । একটা পদ্ধতির কথা বলবো আমি , Ctrl+C চাপার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন ... প্রতিদিনের কাজে Ctrl+C চাপাটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ । কিন্তু এই কাজটা খুব একটা নিরাপদ না । যখন আমরা অনলাইনে থাকি তখন প্রায়ই নানা রকমের ডাটা Ctrl+C চেপে কপি করে অন্য কোথাও পেস্ট করে থাকি । এই কপি করা ডাটা জমা থাকে ক্লিপবোর্ডে ।

আর ক্লিপবোর্ডের এই ডাটা , জাভাস্ক্রিপ্ট এবং এ.এস.পি. এর কম্বিনেশনে তৈরী ছোট্ট একটা কোড দিয়েই অনলাইন থেকে দেখা যায় আপনি নিজেই দেখে নেন : ১. Ctrl+C চেপে যে কোন টেক্সট কপি করেন ২. তারপরে এই লিঙ্ক এ যান - View this link ৩. দেখতে পাচ্ছেন , আপনার কপি করা টেক্সটটা ওয়েব পেজটার উপরে জ্বলজ্বল করে দৃশ্যমান। এইটা সম্ভব নিচের ছোট্ট এই কোডটা দিয়ে - var content = clipboardData. getData("Text"); নেট সার্ফিং এর সময় কখনো সেন্সিটিভ ডাটা ( যেমন , পাসওয়ার্ড , ক্রেডিট কার্ড নাম্বার , পিন ইত্যাদি ) কপি করবেন না । খুব সহজেই আপনার ক্লিপবোর্ডে রাখা ডাটা দেখে নিতে পারবে যে কেউ । এ থেকে পরিত্রাণের একটা উপায় আছে অবশ্য - ওয়েব ব্রাউজারের Tools menu এর Internet Options এ গিয়ে Security tab এ click করেন তারপর Custom Level button এ click করেন Scripting এ গিয়ে দেখবেন ১টা option আছে Allow Programmatic clipboard access ওইটার Disable এ click করেন OK click করে বের হয়ে আসেন Apply click করেন আশা করা যায় এতে কাজ হবে অনেকেরই হয়তো ব্যাপারটা জানা আছে । যাদের জানা নাই তাদের জানিয়ে দেন ।

প্রতারকদের হাত থেকে আপনার বন্ধুদের নিরাপদ রাখেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।