ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
কালপুরুষ ভাই চির নবীন ব্লগার। এই বয়সেও তাঁর লেখা রোমান্টিক অণুকাব্য সবাইকে অনুপ্রাণিত করছে। বেশ ক'দিন ধরেই ব্লগে তিনি ছড়ার ছন্দ বা স্বরবৃত্তে রচিত অণুকাব্যের লিরিক পোস্ট দিচ্ছেন। তাঁর অনুপ্রেরণায় আমারও অণুকাব্যের অপচেষ্টা হলো 'মনটা উড়াল পাখি হয়'। তবে একটু ভিন্ন ঢঙে- স্বরবৃত্ত ও অক্ষরবৃত্তের মিশেল ছন্দে।
মনটা উড়াল পাখি হয়
মনটা উড়াল পাখি যে হয় ফি-ব্যস্ততার ভিড়ে
যোজন যোজন দূরে তবু স্বপন তোমায় ঘিরে
উদাস দুপুর রুক্ষ বালু তপ্ত শ্বাস এই বুকে
তবুও আশার বাতাস ছড়াও ভালোলাগা সুখে।
কোন্ ঠিকানায় কোথায় বসত যদিও জানি না
পাখি হয়ে তাই খুঁজছি শুধুই তোমার ঠিকানা
মৌনতার এক লগ্ন ঘিরে ডাকে মিলন সোহাগ
খুশির জোয়ার ঢেউ তুলে যায় কাঁপে বুকের ভূভাগ।
কী যে জাদু ছড়িয়ে আবেশ জাগে চোখেমুখে
তুমিই আমার স্বপ্নছবি প্রথম প্রেমের সুখে!
২৯.০৪.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।