আমার ব্যক্তিগত ব্লগ
ছবি যে কোন লেখনীর চেয়ে বেশি কথা বলে। শুধু ছবি দিয়ে অনেক কিছু বোঝানো যায়, যেখানে লিখতে গেলে অনেক বেশি লিখতে হয়। এই কারনেই হয়তো ম্যাগাজিন, নিউজ পেপার গুলোতে বড় বড় ছবি দেয়া হয়। অথবা নিউজ পেপারের এ্যাড গুলোতে ছবি থাকে পুরোটা জুরে, কথা লেখা থাকে এক দুই লাইন। তারপরও মানুষ সহজেই এই এ্যাডগুলোর মূল কথা বুঝতে পারে।
এবার আসি আমার কথায়। আমি বিড়াল নিয়ে খুব কমই লিখেছি ৫২৩ টা পোস্টের মধ্যে ৩টাতে লিখেছি কিনা সন্দেহ। অথচ, সব সময়ই আমাকে সবার আগে বিড়াল নিয়ে প্রশ্ন করা হয়। আমি বিড়াল পুষি কি না। বিড়াল নিয়ে কি কি করি।
অথচ আমার লেখার বিষয় নিয়ে খুব কমই জানতে চাওয়া হয়েছে (মনে পড়ছে না কোনদিন কেউ জানতে চেয়েছে কিনা)। শুধু বিড়ালের ছবির কারনে এই অবস্থা। মানুষের মনে ছবিটাই দাগ কেটেছে, লেখা নয়। আর এটাই স্বাভাবিক। আসলে বিড়াল যেন আমার পিসির মধ্যে বাস করে।
বাইরে এর কোন ভুমিকা নেই।
আমি নিজেও এমনই করি। নিউজ পেপার খুললে আগে ছবি গুলো দেখি। তারপর সময় পেলে অন্য কিছু পড়ি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।