কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।
ফতোয়ার নাম শুনলেই কিছু হুজুরদের কথা চোখের সামনে ভেসে উঠে।
যারা নিজেদের মন মত ফতোয়া দিয়ে যাচ্ছেন।
তাই আমাদের আগে দেখতে হবে কারা ফতোয়া দেয়ার যোগ্য।
আগে আমরা ইসলামের প্রথম যুগটা দেখি।
হযরত উমর (রা) কে যখন কেউ কোন বিষয়ে ফতোয়ার জন্য জিঙ্গাসা করতো তিনি তখন সকল বদর যুদ্বের সাহাবীদের একত্র করে উত্তর দিতেন।
আর যখন কেউ সাহাবীদের কোন ফতোয়ার জন্য জিঙ্গাসা করত কেউ,তখন ভয়ে তাদের চেহারা হলুদ হয়ে যেত। তারা মনে করত সে এখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আছে।
আর এখন আমাদের হুজুরদের(আলেমদের) কোন বিষয়ে কিছু জিঙ্গাসা করলে,সে হয়ত তখন চা পান রত। এক চুমুক দেওয়ার পরি সে উত্তর দিয়ে দিবে।
একটু চিন্তাও করবেনা। অথচ সে মুফতিও না। আর মুফতি হলেও বা কি। সামান্য কিছু কিতাব পড়েই মুফতির সার্টিফিকেট পাওয়া যায়।
বায়তুল মোকাররমের সাবেক খতীব উবাইদুল হক সাহেব ও রাগ করতেন যদি কেউ তার সামনে এদেরকে মুফতি বলে।
এবার ইমামদের দেখি।
ইমাম আবূ হানীফা:একবার আবু হানিফা ঘরে ছিলেননা। একজন লোক ফতোয়ার ব্যাপারে জানতে চাইল। তখন তার ঘরে হানিফার চাকর ছিলেন। ঐ চাকরটি তখন থালা বাসন পরিস্কার করছিল।
লোকটি চাকরটিকে বলল আমি ইমাম আবু হানিফার কাছে জানতে আসলাম গোসলখানায় পানি বেশী খরচ করব নাকি কম করব। চাকরটি তখন থালা বাসন পরিস্কারে রত। সে দেখল কম পানি দিয়ে ছাফ করলে পুরোপুরি থালা ছাফ হয়না ,আবার বেশী পানি ইউজ করলে অপচয় হয়। তাই চাকরটি পানিকে মধ্যমভাবে ইউজ করার জন্য বলল। ইমাম হানিফা ঘরে আসলেন,চাকরটি তাকে সব বলল।
হানিফা বললেন ফতোয়া ঠীক হয়েছে তবে তুমি ফতোয়া দিলে কেন তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই।
আর তোমার এই অপরাধে কাল হাশরের মাঠে আল্লাহ তোমার জিহবাকে কেটে ফেলবেন। তুমি যদি দুনিয়াতেই এই জিহবা কাট,তাহলে আখিরাতে আর কাটা হবেনা। তখন চাকরটি বলল আপনি আমার জিহবা দুনিয়াতেই কেটে দিন যেন আল্লাহর সামনে হাশরের মাঠে আমার জিহবা না কাটা হয়।
আবু হানিফা তার জিহবা কেটে দিলেন।
কারন শাস্তি তার এটাই ছিল।
ইমাম মালিক:
ইমাম মালিককে ফতোয়া জিঙ্গাসা করার জন্য মানুষেরা সুদুর মরক্কো ও আলজেরিয়া থেকে আসত। কয়েকটি প্রশ্ন থাকত। কয়েকদিনের মধ্যে যদি ইমাম মালিক তার কিছুর জবাব দিতেন,আর কিছু না পারলে তাকে বিদায় করে দিতেন। বলতেন তার দ্বারা অসম্ভব।
অথচ দেখুন সে সময় মরক্কো থেকে মধ্যপ্রাচ্যে আসতে কয়েক মাস লাগত।
আর আজ আমরা কি করি। কোন ধরনের চিন্তা ভাবনা না করে ফতোয়া দিয়ে দেই।
টাকার বিনিময়ে ফতোয়া পাল্টে দেই।
কাউকে কাফির ঘোষনা করি।
হযরত আলী (রা) বলেছেন দুই ধরনের লোক আমার মেরুদন্ড ভেঙে দিয়েছে এক.মুর্খ আবেদ (ইবাদতকারী) দুই.পাপাচারী আলেম।
আর এরা যুগে যুগেই ইসলামের মেরুদন্ড ভেঙে দিয়ে যাচ্ছে।
এরা এই ইসলামকে বিক্রি করে খায়।
এদের নিয়ে থাকবে আগামী পর্ব।
সুত্র:তাফসিরে সূরা তওবা।
ডা:আযযাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।