আমাদের কথা খুঁজে নিন

   

সেরেনাকে গার্সিয়ার চ্যালেঞ্জ

খেলাটা মোটেও সহজ হবে না সেরেনার জন্য। বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা উইলিয়াম আজ ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছেন ১১৪ নম্বর খেলোয়াড় ক্যারোলিন গার্সিয়ার সঙ্গে। দুই বছর আগে রোলান্ড গ্যারোসের বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে পরীক্ষায় ফেলা গার্সিয়া অনেকটাই সমীহ পেতে পারেন সেরেনার কাছে।
ক্যারোলিন গার্সিয়া অবশ্য সেরেনার বিপক্ষে ম্যাচটি নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি বিশ্বাস করেন নিজের পারফরম্যান্সে।

ফরাসি অষ্টাদশী জানিয়ে দিয়েছেন, প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর খেলোয়াড় হলেও খেলা শেষ না হয়ে যাওয়া পর্যন্ত হাল ছাড়ার প্রশ্নই আসে না।
‘আমি এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। জানি, সেরেনার মতো খেলোয়াড়ের বিপক্ষে লড়াইটা কখনো সহজ হবে না। তবুও হাল ছেড়ে দিতে রাজি নই আমি। ’ বলেছেন আত্মবিশ্বাসে টইটুম্বুর ক্যারোলিন গার্সিয়া।


গার্সিয়ার মতে, সেরেনা দারুণ অভিজ্ঞ খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের ম্যাচগুলো কেমন হয়, সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। আজকের ম্যাচে যে সেরেনাই ফেবারিট সেটা আমি জানি।
কোর্ট ফিলিপ্পেতে অনুষ্ঠেয় এই ম্যাচে বড় বাগড়া হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। মঙ্গলবার প্রথম রাউন্ডেও বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিও হানায় পণ্ড হয়ে যাওয়াতে আবহাওয়াই এই মুহূর্তে আয়োজকেদের মূল ভাবনার বিষয়।

গতকাল পণ্ড হয়ে গেছে তৃতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে রুশ তারকা এলেনা ভেসনিনার ম্যাচটি। আজ কোর্ট ফিলিপ্পেতে তাঁরা আবার মুখোমুখি হবেন।
এদিকে, ছেলেদেও প্রতিযোগিতায় ষষ্ঠ বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা ফিন জার্কো নিমিনেনের সঙ্গে। কোর্ট সুজানে লেংলেনে ২০০৯ এর পর দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপার স্বপ্ন দেখা দ্বিতীয় বাছাই রজার ফেদেরারের প্রতিপক্ষ ভারতের শীর্ষ বাছাই সোমদেব দেববর্মণ। স্পেনের চতুর্থ বাছাই ডেভিড ফেরার খেলবেন স্বদেশী আলবার্ট মোন্টানেসের বিপক্ষে।

সূত্র: রয়টার্স। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।