আমাদের কথা খুঁজে নিন

   

সেরেনাকে হারিয়ে অঘটন ইভানোভিচের

টেনিসের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়ে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিলেন সার্বিয়ান আনা ইভানোভিচ।

প্রথম সেট হেরে গেলেও পরের দুই সেট জিতে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় করে দিয়েছেন তিনি।

আজ রবিবার মেলবোর্ন পার্কে চতুর্থ রাউন্ডে ১৪তম বাছাই ইভানোভিচ ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে হারান শীর্ষ বাছাই উইলিয়ামসকে। মার্কিন তারকার বিপক্ষে এটাই ইভানোভিচের প্রথম সাফল্য। আগের চারটি ম্যাচে হেরেছিলেন তিনি।

উল্লেখ্য, ২৬ বছর বয়সী ইভানোভিচ এর ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। কিন্তু এর পর কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার-ফাইনালে তিনি উঠতে পেরেছিলেন একবারই-২০১২ সালের ইউএস ওপেনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।