আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকি থেকে - উইকি কুইজ

জাদুনগরের কড়চা
বাংলা উইকিপিডিয়া ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে চলেছে। যেকোনো বিষয় দিয়ে সার্চ দিন বাংলাতে, দেখবেন বাংলা উইকিপিডিয়া থেকে ফল আসছে শুরুতেই। এখনো অনেক ভুক্তি সংক্ষিপ্ত আকারেই রয়েছে, তা বটে, কিন্তু অনেকগুলো ভুক্তিই বেশ সমৃদ্ধ, এবং যেকোনো বিশ্বকোষের ভুক্তির সমমানের। বাংলা উইকিপিডিয়ার ভুক্তি থেকে আজ তুলে ধরছি কিছু ধাঁধা। এই আইডিয়াটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি ব্লগার অদৃশ্য ভগবানের কাছে। -- প্রশ্ন গুলোর উত্তর নীচেই আছে। আগেই উত্তর না দেখে ফেলে দেখুন, পারেন কি না। সব শেষে কতোটি প্রশ্ন পারলেন, মন্তব্যে জানিয়ে দিন। এ ছাড়া, নিবন্ধগুলো পড়ে নতুন কিছু জানলে আপনার অভিজ্ঞতা ও প্রতিক্রিয়াও জানাবেন। -- (প্রশ্ন ১) বাংলা একাডেমীর একুশে বইমেলার সূচনা হয় কোন প্রকাশকের উদ্যোগে? (প্রশ্ন ২) চট্টগ্রামের কবিয়াল রমেশ শীলের প্রথম পেশা কী ছিলো? (প্রশ্ন ৩) বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী যোদ্ধার নাম কী? (প্রশ্ন ৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম কী? (প্রশ্ন ৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম কী? (প্রশ্ন ৬) কোন বিদেশী বণিক সম্প্রদায় শাহবাগ ও বঙ্গভবনের মালিক ছিলো? (প্রশ্ন ৭) ভারতীয় জাতীয় ফুটবল দল ১৯৫০ সালে বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বে নির্বাচিত হলেও কেনো অংশ নিতে পারেনি? (প্রশ্ন ৮) বাংলাদেশের বৃহত্তম ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হয়? (প্রশ্ন ৯) "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী" - এই গানটিকে দ্বিতীয়বার সুরারোপ করেন কে, এবং কোন চলচ্চিত্রে এটি ব্যবহৃত হয়? (প্রশ্ন ১০) মুনীর চৌধুরীর তাঁর "কবর" নাটকটি কোথায় বসে রচনা করেন, এবং এতে প্রথম অভিনয় করেন কারা? --------------- জবাব পেতে হলে দেখুনঃ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।