আমাদের কথা খুঁজে নিন

   

উইকি আর রাগিব ভাই



আজকে প্রথম আলো খুলে দেখি "অন্য আলো" তে রাগিব ভাইকে নিয়ে বিরাট একটা ফিচার লিখেছে। উনার সাথে আমার পরিচয় বেশ কিছুদিনের। সত্যি কথা বললে প্রায় বছরখানেকের। সম্ভবত ওর্কুটে উনার প্রোফাইল দেখে উনার নিজের ওয়েবপেজে গিয়েছিলাম। সেখান থেকে উনাকে মেইল করেছিলাম।

বেশ কয়েকবার মেইল চালাচালির পর মোটামোটি একটা সম্পর্ক হয়ে গেছে। উনার বদৌলতে আমি উইকিপিডিয়াতে যেসব লেখক আর বইয়ের পেজগুলোতে আমার সাইটের লিঙ্ক দিয়ে ভরিয়ে রেখেছি তার জন্য আমি এখনো ব্যান্ড হয়ে যাইনি। তবে আমি আমার দিক থেকে সাফ। বাংলা লেখক আর প্রকাশকদের তথ্য নিয়ে এর চেয়ে বড় কোন সাইট তো এখোনো তৈরি হয়নি। তাই এখনো অন্যের ভাত মারছি না।

!@@!303528 !@@!303529 !@@!303530 !@@!303531 !@@!303532

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।