আমাদের কথা খুঁজে নিন

   

মাইনাস টু সফল না হলেও, Divide and Conquer সফল



সংস্কারপন্থীদের` প্রতি আলোচনার ডাক বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির একটি অংশকে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে৻ সাইফুর রহমানের নেতৃত্বাধীন বিএনপির অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন৻ এই বৈঠকের তারিখ ঠিক করা হয়েছে ২৭শে এপ্রিল৻ ঢাকা থেকে সংবাদদাতা কাদির কল্লোল জানাচ্ছেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন কমিশনের আমন্ত্রনপত্র পৌঁছায় হাফিজ উদ্দিন আহমদের কাছে৻ এর পর পরই মি. আহমেদ তাঁর বাসভবনে সাংবাদিকদের কাছে বলেন, তিনি এখন বিএনপির অন্য অংশের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে সাথে নিয়েই ২৭শে এপ্রিল নির্বাচন কমিশনে সংলাপে যেতে চান৻ খালেদা জিয়া মনোনীত মহাসচিব বলে পরিচিত, বিএনপির অন্য অংশের নেতা খন্দকার দেলোয়ার হোসেন এবিষয়ে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেননি৻ তবে তাঁর পক্ষে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, নির্বাচন থেকে তাদের দূরে রাখতে এবং, তাঁর ভাষায়, নীলনকশার নির্বাচন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্বাচন কমিশন তাদের আলোচনায় ডাকছে না৻ ওদিকে নির্বাচন কমিশন বিএনপির এই অংশটিকে আলোচনার জন্য আমন্ত্রন না জানালেও তত্ত্বাবধায়ক সরকারর উপদেষ্টারা খন্দকার দেলোয়ার হোসেনকে প্রাক-সংলাপ আলোচনায় বসার জন্য চিঠি পাঠিয়েছেন৻ ... BBC Bangla

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.