আমাদের কথা খুঁজে নিন

   

নাসিরুদ্দীন হোজ্জা



এখানে আলো বেশি একদিন নাসিরুদ্দীন হোজ্জা তার সোনার আংটি ঘরের ভেতর কোথাও হারিয়ে ফেলে। কিছুক্ষন খোঁজার পর ওটা ঘরের কোথাও পেল না। তাই সে ঘরের বাইরে বেরিয়ে এসে খুঁজতে শুরু করল। পড়শি তাকে জিজ্ঞেস করল- কী খুঁজছ? আমার আংটিটা খুঁজছি" বলল হোজ্জা। কোথায় হারিয়েছে ওটা? পড়শির জিজ্ঞসা।

ঘরের ভেতর কোথাও হবে। হোজ্জা জবাবে বলল। " তাহলে বাইরে খুঁজছ কে? দেখছ না, এখানে আলো বেশি। হোজ্জার উত্তর। শিগগির থেমে যাবে হোজ্জার এক পড়শি তার কাছে ছুটে এসে বলল: হোজ্জা, হোজ্জা, তোমাকে আমাদের দরকার! তাড়াতাড়ি আমার বাসায় চলো! আমার স্ত্রী আর শালি ঝগড়া করছে।

কী বিষয়ে ঝগড়া হচ্ছে- বয়স নিয়ে, নাকি চেহারা নিয়ে? হোজ্জা আগেভাগে জিজ্ঞেস করে নিল। না, অন্য কোনো বিষয়ে হবে। জবাবে পড়শি বলল। " তাহলে ভয় পেয়ো না, বাড়ি ফিরে যাও। দৃঢ়তার সঙ্গে হোজ্জা বলল।

আমি নিশ্চিত, ঝগড়া খুব শিগগিরই থেমে যাবে। সংগ্রহঃ রসআলো-১৪ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।