খুজে বেরাচ্ছি কিন্তু পাচ্ছিনা
১.
এক দজ্জাল বিধবা মহিলা প্লানচেটে তার স্বামীর আত্মাকে ডেকে এনে জিজ্ঞেস করলেন,
'কি গো, ওখানে কেমন কাটছে ?'
'ভালো'
'এখানে যেমন ছিলে তার চেয়ে ভালো ?'
'অনে-এ-এ-এ-এ-ক '
'বলো না গো, স্বর্গ টা কেমন ?'
'কে বলল আমি স্বর্গে আছি'
২.
১ম প্রতিবেশী : আপনার কুকুর রোজ রাতে লম্বা ডাক ছাড়ে, এটা অশুভ লক্ষণ ।
২য় প্রতিবেশী : কেন, কোন ভয়ের কারণ আছে নাকি ?
১ম প্রতিবেশী : আছে । মৃত্যু ঘটতে পারে ।
২য় প্রতিবেশী : কার ?
১ম প্রতিবেশী : আপনার কুকুরের । যদি আজও ডাকে
৩.
শরীরটা জ্বর জ্বর লাগছিলো, তাই ভিজিট দিয়ে ডাক্তারের কাছ থেকে প্রেস্ক্রিপসন নিলাম ।
কারণ, তাকেও তো বাচতে হবে । তারপর দোকান থেকে প্রেস্ক্রিপসন দেখিয়ে ওষুধ কিনলাম । কারণ, তাকেও তো বাচতে হবে । তারপর বাসায় ফিরে জানালা দিয়ে ওষুধ বাইরে ফেলে দিলাম । কারণ, আমাকেও তো বাচতে হবে ।
৪.
বাসে ভাড়া চাওয়া হলে এক ছাত্র বললো, 'আমার হাফ, আমি কলেজ ছাত্র'
পাশের সীটে বসে ছিলেন তার শিক্ষক । বললেন, 'তাহলে আমার ভাড়া মাফ, আমি ওর শিক্ষক '
সাথে সাথে এক বৃদ্ধ বললেন, 'আমাকে কিছু দিন, আমি তারও শিক্ষক'
৫.
ডাক্তার : আমি ঠিক সময়ে রোগীর অপারেশন করে দিয়েছিলাম, নাহলে ...
নার্স : নাহলে কি হতো স্যার । রোগী মরে যেত ?
ডাক্তার : বিনা অপারেশনেই ভালো হয়ে যেত
৬.
এক মুদী, এক ব্যংকার আর এক রাজনীতিবিদ পথ হারালো জঙ্গলে । শেষ পর্যন্ত তারা এক কৃষকের বাড়ি পৌছে রাতটা সেখানে তাদের থাকতে দেয়ার জন্য অনুরোধ জানালো ।
'নিশ্চয়', বললো কৃষক , 'তবে আমার ঘরে ২ জনের জায়গা হবে ।
বাকি ১ জনকে গোলাঘরে থাকতে হবে গরু-ছাগলের সাথে'
'আমি ঘুমাবো গোলাঘরে' , ভালোমানুষ ব্যংকার বললো ।
কিন্তু আধা ঘন্টা যেতে না যেতেই ঘরের দরজায় টোকা , দাঁড়িয়ে আছে ব্যংকার ।
জানালো, 'অসম্ভব, আমার পক্ষে ওখানে থাকা সম্ভব না'
'ঠিক আছে, আমিই থাকব গোলাঘরে ' , এই বলে বেরিয়ে গেল মুদী ।
খানিক পরে আবার টোকা ।
'অনেক রকম পচা গন্ধের সাথে অভিজ্ঞতা আছে আমার' , বলল মুদী , 'কিন্তু ওরেব্বাপ , এই গোলাঘরের গন্ধের সাথে আর গুলার তুলনাই হয় না'
'কি হে তোমরা' , নাক সিটকে বলল রাজনীতিবিদ , 'আমি চললাম , দেখি কেমন গন্ধ'
আধা ঘন্টা পরে আবার টোকা পরলো দরজায় ।
দরজা খুলে ওরা অবাক , গোলাঘরের সবকয়টা জন্তু দাঁড়িয়ে লাইন দিয়ে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।