আমাদের কথা খুঁজে নিন

   

গল্পকথার আবদুশ শাকুর সংখ্যা-২০১৩: আবদুশ শাকুর দেখে যেতে পারেননি


‘গল্পকথা’মূলত ছোটগল্প ও গল্প সম্পর্কিত ভাষ্যের ছোটকাগজ। বছরে দু’বার বের হয়। এই দুই সংখ্যার মধ্যে একটি সংখ্যা হয় নির্ভেজাল গল্পসংখ্যা। অন্য সংখ্যাটি হয় আবদুশ শাকুর সংখ্যার মতো বিশেষ সংখ্যা। এর আগের বিশেষ সংখ্যাটি ছিলো গল্পকার হাসান আজিজুল হক সংখ্যা। এবারে আবদুশ শাকুর সংখ্যার সূচিটি দেখতে পারি। সেসঙ্গে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। সূচি অপ্রকাশিত লেখা আবদুশ শাকুর  স্পর্শ সাক্ষাৎকার আবদুশ শাকুরের সঙ্গে আলাপচারিতা শাকুর-মানস মূল্যায়ন জিল্লুর রহমান সিদ্দিকী  আবদুশ শাকুর : অসামান্য একজন সিরাজুল ইসলাম চৌধুরী  প্রিয়জন আবদুশ শাকুর সনৎকুমার সাহা  আবদুশ শাকুরকে নিয়ে দিব্যজ্যোতি মজুমদার  আবদুশ শাকুর : এক বর্ণময় প্রজ্ঞার সান্নিধ্যে আবুল আহসান চৌধুরী  আবদুশ শাকুর : স্মৃতি সত্তা ভবিষ্যৎ তিতাশ চৌধুরী  আবদুশ শাকুরের স্মৃতি ও চিঠি সৌমিত্র লাহিড়ী  এক অনন্ত জিজ্ঞাসার নাম আবদুশ শাকুর আহমাদ মাযহার  স্বাতন্ত্র্য ও সাধনার শাকুরভাই এন জুলফিকার  আবদুশ শাকুরের সান্নিধ্য গল্প মূল্যায়ন দেবেশ রায়  আবদুশ শাকুর-এর ‘শারীর’ চঞ্চল কুমার বোস  আবদুশ শাকুরের গল্প : মননের স্থাপত্যে জীবনের পাঠ সিরাজ সালেকীন  আসুন দেখি নদীয়া প্রদীপ বৈদ্য  আবদুশ শাকুরের গল্প : জীবন রূপের চিত্রিত কথা খোরশেদ আলম  আবদুশ শাকুরের গল্প : নাগরিক-দুষ্টচক্রে মধ্যবিত্ত-মানস কবীর রানা  গল্পকার আবদুশ শাকুর দেবশ্রী ভট্টাচার্য  ছোটগল্পের শিল্পরূপ : শাকুরের ‘আঘাত’ কামরুল বাহার আরিফ  বিচলিত প্রার্থনা : এক জীবনদীর্ঘ কবিতার ক্যানভাস মনোজ দে  ধস : মুক্তিযুদ্ধ পরবর্তী দশকের সমাজ প্রতিবেদন মোজাফ্ফর হোসেন  ক্ষীয়মাণ : আবদুশ শাকুরের সূচনাপর্ব অন্বয় অভিমন্যু  দ্রষ্টব্য : আবদুশ শাকুরের গল্প উপন্যাস মূল্যায়ন মাসুদুল হক  উত্তর-দক্ষিণ সংলাপ : প্রসঙ্গ নারীবাদ অনুপম হাসান  আবদুশ শাকুরের উপন্যাস : প্রসঙ্গ বিষয়-ভাবনা অমৃতা দাস  ফিরে দেখাসংলাপ ১৮১ হাসান অরিন্দম  আবদুশ শাকুরের ‘ক্রাইসিস’ : এলিট-জীবনের স্বরূপ ব্রতী গায়েন  ক্রাইসিস : জিজ্ঞাসু পাঠকের দৃষ্টিতে শাহনেওয়াজ বিপ্লব  ভালোবাসা : মৃত্যুর জানালা দিয়ে দেখা পৃথিবী রম্যরচনা মূল্যায়ন পবিত্র সরকার  আবদুশ শাকুরের ‘ভেজাল বাঙালি’ শচীন দাশ  ‘ভেজাল বাঙালি’ ও অন্যান্য বজলুল করিম বাহার  আবদুশ শাকুরের গদ্যের তাতানো লঘুরস আবুল হাসান চৌধুরী  আবদুশ শাকুরের রমণীয় রচনায় বাঙালিচরিত বরেন্দু মন্ডল  শাকুরের কড়চার শিল্পবাস্তবতা : মধ্যবিত্তের চোখে রবীন্দ্র-ভাবনা কামরুল ইসলাম  আবদুশ শাকুরের রবীন্দ্রভাবনা আমিনুল ইসলাম  ‘মহাবিশ্বপথিক’ রবীন্দ্রনাথের সন্ধানে জাহিরুল হাসান  আবদুশ শাকুর : এক আপোসহীন রবীন্দ্র-আলোচক নিসর্গ-ভাবনা দ্বিজেন শর্মা  কোন্ কাননের ফুল পিয়াস মজিদ  নিরুপম নিসর্গী সংগীত-ভাবনা করুণাময় গোস্বামী  সংগীত আলোচক আবদুশ শাকুর সুব্রত মজুমদার  আবদুশ শাকুরের সংগীত-ভাবনা সুশীল সাহা  ‘‘মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি’’ শিশুসাহিত্য মূল্যায়ন আনসার উল হক  শিশুদের উপাদেয় ভোজ-আক্কেল গুড়ুম আত্মজীবনী মূল্যায়ন মুহিত হাসান  বিসর্পিত অতীতের অভিনব বয়ান জীবনপঞ্জি চন্দন আনোয়ার  আবদুশ শাকুরের জীবন ও সৃষ্টির সংক্ষিপ্ত বৃত্তান্ত যোগাযোগ চন্দন আনোয়ার সম্পাদক, গল্পকথা, রাজশাহী। মোবাইল : +88-০১৭১৬১৯৫৭১৭
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।