আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো গল্পকথার ফুলঝুড়ি

আমার জলেই টলমল করে আখি, তোমার চোখের অশ্রু কোথায় রাখি আজ অনেকদিন পর ডায়রীটা হাতে নিলাম পুরনো, জীর্ণ, মলিন এবং ধুলোর আস্তরণে নিমজ্জিত। প্রতিটা পৃষ্ঠা জুড়ে স্যাঁতস্যাঁতে গুমোট গন্ধ স্মৃতির জানালাগুলোও নিরুপায় বন্ধ। নস্টালজিয়ারা বসে আছে অন্ধ কানা গলিতে ছোট ছোট গল্প কথারা বেমালুম ঝিমুচ্ছে রূপালী জোৎস্নার আলোতে। কত শত রাত্রি জাগরণের অনুস্বার বিসর্গ রাতের পুলিশকে সাথী করে পায়ে হাঁটার গল্প; কখনও নীলাম্বরীর পড়া মুখস্তের পায়চারী অবলোকন আবার কখনও বাড়ির প্রবেশ মুখে ভালোবাসা চিহ্নিতকরণ। ভাবনাগুলো চড়ে বেড়ায় ডায়রীর প্রতিটা লাইনে দাড়ি, কমা, সেমিকোলন আর প্রশ্নবোধকে, মাঝে মাঝে নিজের মনেই মানে খুঁজি অনাবশ্যক অহেতুক পাগলামির; অনিয়মতান্ত্রিক নির্ঘুম শীতলতায় ডুবে যাই এই আমি। অতঃপর পুনরায় তুলে রাখি পুরনো গল্পকথার ফুলঝুড়িকে জীর্ণ, শীর্ণ, মলিন, ধুলোর আস্তরণে নিমজ্জিত হওয়ার প্রয়াসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.