২০১০ সাল থেকে কাঠামোবদ্ধ প্রশ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য চলতি শিক্ষাবর্ষের ৩ মাস চলে গেছে। এপ্রিলের মাঝামাঝিতে এসে গতকাল বৃহস্পতিবার শিক্ষাবিদদের নিয়ে একটি সুপারিশ কমিটি গঠন করেছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছে।
প্রশ্ন হলো, কমিটির সুপারিশ কী হবে ? গত শনিবারের মতবিনিময় সভায় যে সুপারিশ তার ভিত্তিতে যদি ৬ষ্ঠ শ্রেণী থেকে তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয় তাহলে এই যে, তিন মাস চলে গেল তার কি হবে।
সুপারিশ কমিটিতে ড. মুহাম্মদ জাফর ইকবালও আছেন। যিনি এই পদ্ধতি বাস্তবায়নের ঘোর সমর্থন করেন। এটি আসলেই ভালো ও উন্নত প্রদ্ধতি কিন্তু এত বিলম্বে এই সুপারিশ কমিটি কেন আরো আগে করলে কি হতো। এখন এই তিন মাস যে চলে গেল তার কি হবে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।