ঢাকার অফিসার্স ক্লাব বৈশাখ উপলক্ষ্যে তিনদিনব্যাপী বইমেলা আয়োজন করেছে। ঢাকার সর্বমোট ৩২টি প্রকাশনা সংস্থা মেলায় স্টলও সাজিয়েছে। ১ বৈশাখ শুরু হওয়া বইমেলা চলবে আগামীকাল ৩ বৈশাখ (ইংরেজী ১৬ এপ্রিল পর্যন্ত)।
আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইত্যাদি... ইত্যাদি... আমাদের রথযাত্রা, পান্তা ভাত, লাল-সাদা শাড়ির সমাহার... এসো হে বৈশাখ উলুধ্বনি... মৌলবাদ ঠেকাও চেতনা ইত্যাদি ইত্যাদিতে গতকাল যারা মানুষের ঢল সামলেছেন তাদের জন্য সুসংবাদ হলো অফিসার্স ক্লাবের বইমেলায় শুধু তিল নয় অনেক অনেক তাল ধারণের ঠাই পেতে কোনো সমস্যা হবে না... পুরোটাই ফাঁকা ময়দান। শুধু বিক্রেতারা গল্প-গুজব করে সময় কাটাচ্ছেন... কোন কোন প্রকাশক প্রথম দিনে ১টি বইও বিক্রি করতে পারেননি...
অথচ রমনার বটমূল থেকে কাকরাইল, বেইলী রোড, গুলিস্তান, নীলক্ষেত, নিউমার্কেট, ধানমন্ডি, শাহবাগ এলাকার একেকজন ফুচকা দোকানদার কী পরিমান বিক্রি করেছেন তার হিসেব করতেই হয়তো এক সপ্তাহ বিশ্রাম নেবেন...
তাই বৈশাখের মারদাঙ্গা পরিবেশ থেকে একটু বিশ্রামের জন্য ঘুরে আসতে পারেন অফিসার্স ক্লাবের বইমেলা থেকে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।