আমি মানুষ হতে চাই।
কেটি পেরি আর বিলবোর্ড আর পুরষ্কার যেন মিলেমিশে একাকার , কেটি মানেই বাজিমাৎ । ২৮ বছর বয়সে মাত্র তিন / চারটা এ্যালবাম নিয়ে এমন সফলতার তারকা / গায়িকা খুব কমই আছে ।
এ বছর অক্টোবরে আসছে চতুর্থ এ্যালবাম “Prism” আর এর Roar নামে একটা গান ৫ সেপ্টেম্বর ইউটিউবে ছাড়া হয়েছে ।
তিন দিনে গানটি শোনা হয়েছে ৩.৬ কোটিবারের বেশি আর এরই মধ্যে বিলবোর্ডে এক নাম্বারের স্থান দখল করে নিয়েছে ।
পুরো এ্যালবাম কেমন জনপ্রিয় হতে পারে তা আঁচ করতে পারেন সবাই । কপাল সবই কপাল রে
চলুন তার সাফল্যের ঝুড়ি নিয়ে কিছু আলোচনা করা যাক ।
১। তার প্রথম এ্যালবাম “Katy Hudson” (২০০১) দিয়ে তেমন সফলতা পাননি ।
২।
তারপর সাত বছর শীত নিদ্রা কাটিয়ে ২০০৮ হাজির হন “One of the Boys” নিয়ে ।
এই এ্যালবামের “I Kissed a Girl ” টানা ৭ সপ্তাহ ধরে বিলবোর্ড টপে থাকে আর ৬ মিলিয়নের বেশি পেইড ডাউনলোড হয় শুধু আমেরিকাতে ।
এছাড়াও এই এ্যালবামের Hot n Cold , Waking Up in Vegas , Thinking of You গানগুলো তুমুল জনপ্রিয়তা পায় ।
দুই দুইটা Grammy Award মনোয়নও পান ২০০৯ ও ২০১০ সালে ।
“One of the Boys” ৫ মিলিয়ন কপির বেশি বিক্রি হয় ।
৩। ২০১০ সালে “Teenage Dream” রিলিজ করে উঠে যান বিশ্বজুড়ে জনপ্রিয়তার চরম শিখরে ।
এই এ্যালবাম ৫.৫ মিলিয়ন কপি বিক্রি হয় ।
এ্যালবামের California Gurls , Teenage Dream , Firework , E.T. , Last Friday Night (T.G.I.F.) গানগুলো বিলবোর্ড হট ১০০ এর শীর্ষস্থান দখল করে নেয় ।
বিলবোর্ডের ইতিহাসে মাইকেল জ্যাকসন এর “BAD” এর পর Teenage Dream হল দ্বিতীয় এ্যালবাম যার পাঁচটি একক গান বিলবোর্ড এ টপে থাকে এবং ইতিহাসে কোন মেয়ে শিল্পীর এটাই প্রথম মাইলফলক ।
জুনো , এমেরিকান মিউজিক এওয়ার্ড , বিলবোর্ড মিউজিক এওয়ার্ড ইত্যাদি ঘরে তুলেন ।
কেটির বিষয়ে মজার ব্যাপার হল সে খালি চুলের রং পাল্টায় । আজ কালো তো কাল নীল বা লাল ।
কেটির পার্পল চুল
কেটির রেইনবো পনিটেইল
কেটির নীল চুল
এবার কিছুটা ছোট
ব্লু বেলেরিনা
ব্লন্ড
গোলাপী
ক্লাসিক
আবার নীল
আমার কাছে কেটির গলা বেশ ভালই লাগে যদিও তার বেশির ভাগ গান ভালো লাগে না ( মেয়ে শিল্পীর গান তেমন টানে না )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।