আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
গতকাল সারারাত জেগে ছিলাম, শেষরাতে দেশের আনন্দের শাব্দিক রুপ শুনে আনন্দের ভাগিদার হবার ব্যর্থ চেষ্টা করলাম। আজ সারাদিন ঘুমে...হায় আমার পহেলা বৈশাখ। লাথি মারি আমি বিদেশের কপালে।
বৈশাখ..আমার বৈশাখ...কতযে ব্যস্ত দিন কাটত দিনটা আসার দশটা দিন আগে থেকেই। সারা সকাল বর্নমালা খেলাঘর আসরের বৈশাখ অনুষ্টানের উপস্থাপনা রিহার্সেল( আমার শহরের ঐতিহ্যবাহী বৈশাখ অনুষ্ঠান। রমনার বটমুলের মত আমাদের শহরের শিরিষতলায় সকালে এ অনুষ্ঠান হয়।) সারা বিকাল কবিতা আবৃত্তির রিহার্সেল।
এই দিনে সকালের অনুষ্ঠান তারপর শহরজুড়ে হাটা..এত অনুষ্ঠান শহরজুড়ে..এগুলো একপলক দেখতে দেখতেই সময় চলে যায়...সারা শহরের রাস্তায় মানুষের আনন্দ পদচারনা...মেলা...সন্ধায় কবিতার অনুষ্ঠান...........আজ আমি ঘুমিয়ে কাটালাম সারাদিন.....আজ আমি ঘুমিয়ে কাটালাম...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।