আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনের মন্ত্রিপরিষদে সংখ্যায় মহিলামন্ত্রিরা শীর্ষে।



স্পেনের ইতিহাসে মন্ত্রি পরিষদে সর্বপ্রথম সর্বোচ্চ ৯ জন মহিলা, মন্ত্রির পদ লাভ করে। স্পেনের রাজা খোয়ান কর্লোসের উপস্হিতিতে ৯ম মন্ত্রি পরিষদের শপথ অনুষ্ঠান, আজ সোমবার অনুষ্ঠিত হয় । ৯ জন মহিলা মন্ত্রি ও ৮ জন পুরুষ মন্ত্রি একে একে দেশের সংবিধান স্পর্শ করে শপথ বাক্য পাঠ করে। সরকার প্রধান হিসেবে প্রেসিডেন্ট খোসে লুইস ছাপাতেরো দু দিন পুর্বে রাজার উপস্হিতিতে তার শপথ পর্ব অনুষ্ঠান সম্পন্ন করেন। আধুনিকতা ও নতুনত্বের বিকাশের পাশাপাশি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও সমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রেসিডেন্ট খোসে লুইস ছাপাতেরো এই যুগান্তকারী পদক্ষেপ নিয়ছেন বলে অভিমত প্রকাশ করেন।প্রতিরক্ষা মন্ত্রনালয়,পররাষ্ট্র মন্ত্রনালয়,শিক্ষা মন্ত্রনামন্তলয়সহ গুরুত্বপূর্ন মন্ত্রনালয়ের দায়িত্ব মহিলামন্ত্রিদের হাতে দেয়া হয়েছে । মন্ত্রি পরিষদে সর্বকনিষ্ঠ মহিলামন্ত্রির বয়স ৩১ বছর এবং এটিও স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ মন্ত্রি হিসেবে স্হান লাভ করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.