আমাদের কথা খুঁজে নিন

   

এইসব অবেলার স্বগত আলাপ



এইসব বালছাল নিয়েই লেখি আজকাল। এই যেমন,ঝড়ো জোছনায় হেঁটে যাওয়া, বা কখনো পড়বে না এমন কারো জন্য জোড়া দেয়া দু'একটা কবিতা। অথবা বিশ্বব্যাংক নিয়ে মাতামাতি করে ভবিষ্যতের শংকায় দাঁত ছিড়কুটে মরে যাওয়া,মরার আগেই,বলতে নেই সেটা। স্বগত ভাবনার আলাপচারিতায় মাঝে মাঝে সাদাকালো স্বপ্ন নিয়ে টুপটাপ বৃষ্টির গান লেখা বুকের মাঝে, রিনিঝিনি শব্দটা টিনের চালের আগেই পড়বে কর্কশ কংক্রিটের ঢালাইয়ের মাঝে,শব্দহীন, কখনোই কেউ শুনবে না যার বা যাদের শোনার কথা ছিল, একাধিক স্বপ্নের। বালছাল জীবন,রিয়েল এস্টেটের চেয়েও বড় বালছাল! আগামীকালের বাজারদর কত? তার চেয়ে সস্তার অন্তর্জালের খোঁজ দরকার,ধার করে ঘি খাওয়া আরকি, কি আছে জীবনে? সুনীল গাঙ্গুলী হলে লিখেই ফেলতাম অর্ধেক জীবন, কেউ কথা না রাখুক ২৫টা বছর কেটেই গেছে,রেখাটা কি ৫০ এই থেমে যাবে? তবে ঘি-তে বদহজমই সই,কি আছে জীবনে? বালছাল মধ্যবিত্ত! হালকার উপর ঝাপসা সুখ, অন্তর্জালের মায়াবী মুখ।

মাঝে মাঝে দু'-একটা কবিতা লিখতে চাই। আজকালকার অ্যাবস্ট্রাক্ট কোবতে না। কিশোর কবির ঝুমঝুমি রানার, যে রানারে ছন্দ আছে,শক্তি আছে,ভয়ঙ্করের ঘূর্ণি আছে। কিন্তু কিশোর কবি মরেই গেছে। এখন শুধু হাপুস-হুপুস, বড়লোকের নাদুস-নুদুস লোল মাখানো মুখের মত, অখাদ্য এই কোবতে যত।

দূর ফোন ধরে না ক্যান? বালছাল!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।