সেই কবে এক নতুন দম্পতি তাহাদের প্রথম পুত্রমুখ দেখিয়াছিলেন। অবাক হইয়া গিয়াছিলেন তাহাদের অধুনা ভূমিষ্ট শান্তশিষ্ট এক মায়াবী উপাখ্খ্যানের আলোক প্রভায়।
মুগ্ধনয়নে মা চাহিয়া ছিলেন,
বাবা যে কত নিষ্পলক প্রহর কাটাইয়াছিলেন.......
অমন ক্ষুদ্র জীবন্ত অস্তিত্বের পৃথিবী আগমনের প্রথম প্রহরে সবকিছুতেই সে কি উৎসাহ নিয়ে পর্যবেক্ষন। যাহাতে দৃষ্টি আপতিত, তাহাতেই সে কি মনোসংযোগ!
অভূতপূ্র্ব সব অস্তিত্বের সাহচার্যে আসিয়া আপন অস্তিত্বায়নের তৃপ্তিতে ভরন্ত ভালোলাগায় চুপ হইয়া যাওয়া সেই ক্ষুদ্রাতিক্ষুদ্র যাদুবাক্সটিকে তাহারা নাম দিয়া দিলেন " বাবু" ! বাবা মায়ের আদরে উদ্ভাসিত সেই স্নেহ ধণ্য 'বাবু' নামটি হ্ইবে তাহাদের সবে ধন নীলমনির 'বাবু' হইয়াই চলার রাজটিকেট´- হ্য়ত এই ভাবিয়া
তারপর??
ছোট্ট বাবু টি যেমন বাবু থাকিলো না, গতিমান পৃথিবীতে রাজ টিকেট ও বেশিদিন কাজে আসিলো না। সময়ের প্রবাহ বাকিয়া বসিল, সময়ের ধারাবাহিক প্রবাহমানতায় সেই ছোট্টবাবুটির জীবনে কত পট পরিবর্তন হইয়া গেল! সময় নিজেই সমৃদ্ধ হইয়া গেল সেই বাবুর অক্লান্ত , বর্ণময়, ছন্দময়, ঝন্ঝাবিক্ষুব্ধ জীবন পথ পরিভ্রমণের কাব্যিক নামচা বুকে ধারন করিয়া....।
সময় গড়াইয়া গিয়াছে। কতটা ?
হমম এক দশক, দুই দশক, তিন দশক আরেকটা দশক ও যে যাই যাই বলিয়া হুমকি দিতেছে....
বলি, মহাকাল তাহার ও নাকি শুরু ছিলো, তাহার ও নাকি শেষ আছে।
আর সে মহাকালের মহাসমুদ্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র এক বুদবুদ হইয়া সময় গড়াইয়া যাইবার প্রতি এমন অভিযোগ?
উহা কি কাম্য ?
না, সে হয় না। ফুল ফুটিয়াছে-পাপড়ি মেলিয়া অবাক হইয়া গিয়াছে।
মৃদুমন্দ দখিনা হাওয়ায় ভ্রমরের গুন্জন আহ,লাদ সিন্চন করিয়াছে।
নিজেকে উজার করিয়া দিবার - নিজেকে ঢালিয়া দিবার লগ্ন আসিয়াছে।
প্রাচুর্যের দ্বার উন্মোচন করো, নিজেকে বিলাইয়া দাও- নিজেকে নি:শেষ করিয়া দাও,-শুধু ভাবিতে বসিয়ো না , আর কত বেলা বাকি, ভাবিতে বসিয়ো না কখন শুকাইয়া যাবে পাপড়ি'র দল, কখন বা থেমে যাবে ভ্রমরের কোলাহল।
চাহিয়া দেখো, আরেক শাখে, ঐ দিকে যে নতুনেরা ফুটি ফুটি করিতেছে ´....। কে অমন করিয়া ডাকে? ও যে কলি'র দল, করিতেছে কোলাহল....অনন্ত যাত্রায় ওরাও যে অভিযাত্রী। তাই যত দিন বুকে গন্ধ আছে, পাপড়িতে বর্ণ ও জৌলুষ আছে, সভ্যতার সম্মুখ যাত্রায় স্বীয় অবদান রাখ,.... বর্ণ বিবর্ণ হইয়া আসিলে, গন্ধ ফুরাইয়া গেলে কন্টকিত শাখার যে বৃন্ত তুমি দখল করিয়া আছ তাহা ছাড়িয়া দাও, ঝুলিয়া থাকিয়ো না , পথ করিয়া দাও নতুনদের, তাহাদের গন্ধে আলোকিতো হোক চারিধার........
এই তো জীবন,
প্রশ্ন করো না কেনো এমন।
হাটি হাটি পা পা ....সেই যে প্রথম ....আপন বলে বলীয়ান হয়ে পা সন্চালন করিয়া সবাইকে মুগ্ধ করিয়াছিলে....সে গুটি গুটি পায়ে কোন দিকে যাত্রা শুরু হইয়াছিল?
সেতো অজানা কিংবা চিরোচেনা অবশ্যম্ভাবয় গন্তব্যে....
তো?
ইহা কি নতুন কিছু?
ইহা কি অধূনা আবিষ্কৃত?
কিংবা ইহার কি কোন পরিত্রাণ আছে?
না.... মহাকালের অনন্ত স্রোত পথ ভুলিবে না , সে তাহার কাজ করিয়া যাইবেক ই যাইবে।
হম,ম,
বুড়ো হই.....তারপরেও আমরা কি রুপে নতুনত্ব আকড়ে ধড়িয়া থাকিবার প্রাণপণ প্রচেষ্টা চালাই....
যৌবনের শেষ কোঠায় আমরা জুগলবন্দী হয়ে ´নতুন যুগল' হই, প্রৌড়ত্তের মধ্যগগনে আমরা সন্তান বিবাহ দিয়া´নতুন শ্বশুর হই ( কেবল মেয়ে বিয়ে দিলে..) , তারপরে নতুন নানা/দাদা হই....তারপরে নতুন .....তারপরে নতুন .....
অত:পর একদিন ঘুম ভাংগে অসংখ্য জীর্ন নখের খোচায়...চোখ মেলে হয়ত আলো দেখিনা ...চারদিক থেকে রব উঠে-
" কেবল নতুন আসলে , ঠিক হয়ে যাবে, থাকবে যখন এখানে অনন্তকাল"
কিজানি, কালের গতিতে সেথায় আমরা কতদিন নতুন, কিনবা কে জানে সে রহস্যময় জগতে আরো কি কি উপায় আছে নতুন হয়ে উঠার......
কর্মময় জীবনে জোয়ার ভাটা থাকে , ব্যস্ততা/স্থিরতা থাকে, থাকে সাফল্যের ইতিহাস, থাকে ব্যর্থতার দীর্ঘশ্বাস।
আমরা তবুও পথ চলি........
চলার পথে আপন জন তারাই সুখে দু:খে যাদের কাছে মনের কথা বলি, আপন জন তারাই যারা মনে রাখে আমাদের পদধুলিতে মুখরিত জীবনের অলিগলি.......
তবে কেনো আর আমাদের রুপ বৈচিত্রের বিবর্তনে এমন দীর্ঘশ্বাস? কেনো এমন জীর্ণতার উচছ্বাস? হেলায় খেলায় , কেটে তো যাচছে বেলা, তবে কেনো এমন লুকোচুরি খেলা???
"Its not the ocean or desert that make the seperation. Staying under same roof people may have planet distance. evri breath is unique as unique ur each breath. The faster the dust grows on relations can never be swept at that pace.
keep in touch,
enjoy each breath (unfortunately limited),
enjoy each of the relations you possess"
"s.m. ahamed" wrote:
Hei Babu r Sei babu nei.
have to change your dream
jokhon nijke dekhi, ami chinina.
tomra kivabe chinbe?
mathay hair nai.........white beard........ and ...............
valo theko.
bidesh two types.........
1) becoming younger
2) becoming older
I got the 2nd one........ so.....ha ha ha .....
hei babu r sei babu nai re........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।