রাশেদ,
আমার মনে হয় কি জানো? তোমার এই ব্যান হওয়াটা একরকম ভালোই হইসে। বলবা কেন? কারণঃ এই ব্যান না হইলে কি তুমি কোন দিন বুঝতে পারতা যে তুমি সবার কাছে এত প্রিয়? আমার তো মনে হয় এটা শাপে বর হয়ে গেছে!!
দেখো তোমার জন্য কত কত জন ব্লগে এসে এসে ঘুরে যাচ্ছে। তোমাকে আনব্যান করার জন্য যে চাপা আন্দোলন চলছে সেটাকে অবমূল্যায়ন করছে না। নিজেদের হয়ত অনেক কিছুই লিখতে ইচ্ছে করছে কিন্তু লিখছে না। আশাকরি ব্যাপারটা তুমি বুঝতে পারছো।
সো চিয়ার্স ম্যান। আমি তোমার জায়গায় হলে খুশিতে কয়েকটা ডিগবাজি খ্যেয়ে ফেলতাম। ......।
যাক......আমি অনেকের মত নাকি সুরে আহাজারি করব না। রাদার আমি বলবো " ফেস ইট" ।
কি আছে জীবনে খ্যাতা আর বালিশ। তুমি ভুল করছ(কর্তৃপক্ষের চোখে)......ব্যাস করছ। তোমার করতে ইচ্ছা করছে তুমি করছ। খুব ভালো করছ। কর্তৃপক্ষের পছন্দ হয় নাই...তারা একশন নিসে।
নো প্রবলেম.........। তারা তাদের কাজ করছে।
আমি জানি তুমি মিয়া মিচকি মিচকি হাসতেছ। হা হা...হাসো। হাসা স্বাস্থ্যের জন্য ভালো।
আর কয়দিন পরে ফিরা আসো ......আমরা হেব্বিচে মজা করুম ব্লগে। চিয়ার আপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।