আমাদের কথা খুঁজে নিন

   

বাঁধ আর চিংড়ি হ্যাচারী

আমার ব্যক্তিগত ব্লগ

কক্সবাজারে নতুন বীচে নেমে, হাঁতের বাঁ দিকে হাটা শুরু করেছিলাম সবাই মিলে। কিছুদুর যেতে চোখে পড়ল অনেক লোক জন বিশাল লম্বা গর্ত খুরে কাজ করছে। দেখে যাকে ইন্জিনিয়ার টাইপের মনে হলো তাকে বললাম কি কাজ করছেন এখানে? বললেন, বাঁধ তৈরি হচ্ছে। আরেকটু হাটার পর চোখেপড়ল বিশাল এক বাঁধ। একজনের কাছে শুনলাম ভিতরে চিংড়ির হ্যাচারী, তবে ওরা নাকি বাইরের লোক ঢোকা পছন্দ করে না।

তাই আর সাহস করলাম না বাঁধে চড়ার। এর মধ্যে দেখি আমাদের এক সফর সংগী বাঁধের সিড়ি বেয়ে উপরে চলে গেছেন। সাহস করে আমিও উঠলাম। বাঁধের উপর সুন্দর রাস্তা একপাশে বড় মেইন গেট ভিতরে যাবার জন্য। আন্দাজ করলাম সেটাই হ্যাচারী, তবে গেট বন্ধ ছিল।

পরে হিমছড়ি যাবার পথে দেখলাম, রাস্তার দু'পাশে অনেকগুলো চিংড়ির হ্যাচারী। মনে দেখতে চাইলে সবাই হয়তো মানা করবে না। যেহেতু হীমছড়ি যাবার তাড়া ছিল, আর ভবিষ্যতে চিংড়ি চাষের চিন্তা-ভাবনা করছিনে, সেহেতু এই বিষয়ে আর আগ্রহ দেখাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।