[উৎসর্গ: পিংকফ্লয়েড]
কোথায় ছিলে
যখন চূর্ণ আমি পুড়েছিলাম অনলের সাথে,
দেখেছিলাম ভেসে যেতে জানালা গলে
দিনগুলোকে, জানালার ওপাশে।
কোথায় ছিলে তুমি,
যখন অসহায় অস্তিত্ব আমার বিলীন আঘাতে,
কারণ তুমি আর তোমার শব্দরা ঘিরে ছিল আমায়
মিশে ছিল আমার প্রতিটি প্রশ্বাসে।
::অসমাপ্ত::
(Coming Back to Life; আমার জীবনের চিরন্তন এক অাবেগের ইন্দ্রিয়গ্রাহ্য আকার। মা-ভাষায় ধরতে গিয়ে চতুর্থ চরণে পড়ে গেলাম কুয়ার ভিতর; আর উঠতে পারি নাই। এহেন ধৃষ্টতা প্রদর্শনের জন্য সকল ফ্লয়েডিয়ানদের কাছে ক্ষমাপ্রার্থি)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।