আমাদের কথা খুঁজে নিন

   

এইক্ষণে, ক্ষণেক্ষণে মন খারাপ

ছাঁয়ায় ছোঁয়া, ছোঁয়া ছোঁয়ায় আর স্পর্শে অনুভূতি

এই মন খারাপ খারাপ ভাব আসলেই কি মন খারাপ হলে পরে হয়। আসলেই কি? আমি আসলে বুঝতে পারি না। এই যেমন ক্ষণে ক্ষণে মন খারাপ হয়ে ভার হয়ে থাকে হৃদয়। এই কি মন খারাপ? আমি আসলে বুঝি না। জানি না।

আমার আবার মন খারাপ। অনেকে বলে মানুষ যখন হয়েছো তো মন এবং হুশ দুইই আছে। আমারও আছে। হুশ আছে, মন নেই। তাতে কি মানুষ হওয়া যায়? তবুও আমি মানুষ।

আমি মানুষ, কারণ সবাই বলে! ভীষণ খারাপ মন নিয়ে যখন কিছু লিখতে হয় তখন বুঝতে হবে লেখাটা লেখা না হয়ে আর্তনাদ হয়ে ওঠে। এর চাইতে ভালো আলু, পটল কিংবা সিঙ্গারা নিয়ে লেখা। এর চেয়ে ভালো শাড়ী, ওড়না, ব্রা, পেটিকোট নিয়ে লেখা। লেখাটা বেশ রসরসে হয়ে ওঠে। মনে রস নেই তাই- ওসব লিখে কি হবে।

সত্যিই মনটা আজ ভীষণ খারাপ। আচ্ছা ভীষণ বানানটা কি ঠিক হচ্ছে? নাকি ভুল করে ই-কার এর জায়গায় ঈ-কার দিচ্ছি। মন খারাপ নিয়ে একটা কবিতা মনে করতে পারলে খুব ভালো হতো। আচ্ছা এটা কি মন খারাপ করা কোনো কবিতার পঙতি- আম গাছে জাম ধরেছে কাঠাল গাছে আঠা তোমার সঙ্গে প্রেম করিতে আমার পড়েছে ভাটা। হা..হা..হা...।

ভালো থাকবেন সব্বাই, ভালো থাকবেন- সকালে, বিকেলে এবং রাতে-মধ্যরাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।