আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন আউলা। (যখন চলে আসে জন্মদিন অগোচরে...)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

প্রথমেই খুব সহজ করে বলে নেই আজ ৩০ মার্চ সামহোয়ারইনব্লগের ব্লগার আউলার জন্মদিন। শুভ জন্মদিন আউলা । সামহোয়ারইন ব্লগে আমার লেখালেখির বয়স দুই বছরের চেয়ে বেশি। আবেগপ্রবণ না হয়ে খুব সহজ করেই বলি, অন্তর্জালের এই অন্য জগতে বড় বেশি মায়ায় জড়িয়ে গেছি। অন্তর্জালে মালা গাথি ভালো লাগার আর সৌহার্দতার।

কেমন করেই জানি আশ্চর্য ভালো লাগায় কিছু মানুষ যাকে ব্লগীয় পরিভাষায় বলা হয় ব্লগার হয়ে যায় অতি আপন। এই মানুষগুলোর জন্যই এই ব্লগীয় পরিমন্ডল এতোটা ভালো লাগে.... এই মানুষগুলোর অনুপ্রেরণার জন্যই ব্লগীয় এই জগতটাকে বড়ো বেশি নিকটের মনে হয়। যাই হোক লেখাটা আউলার জন্মদিন উপলক্ষে। তাই নিজেরে কথা বেশি না বলাই ভালো। তবে কিছু বিষয় বিনীতভাবে জানিয়ে রাখি- এই ব্লগে একমাত্র আমি আউলা্কেই তুই সম্বোধন করি।

যদিও আউলা জানে আমি তার বেশ জুনিয়র। তবু সে আন্তরিক উদারতায় বিষয়টাকে সহজ করে নিয়েছে। এই উদারতাগুলো নিয়েই আমি ভাবতে বসি... ভাবতে বসে ভাবনার অন্তর্জালে জড়াতে থাকি ক্রমাগত। জাগতিক সময়গুলো জ্যামিতিকতায় সামনে এগিয়ে চলে। হঠাৎ কখনো যেন কোন প্রহরে চলে আসে সেই উদার মানুষগুলোর জন্মদিন।

আর কিছুই বলবো না- শুধু আন্তরিকভাবে বলে রাখি শুভ হোক এই জন্মদিন। আবারো শুভ জন্মদিন আউলা। তোর জীবনটা অনেক অনেক সুন্দর কাটুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।