বন্ধ জানালা, খোলা কপাট !
মেঘ বালিকার কালো ওড়নাটা এখনো আকাশে ওড়ে । মেঘবালিকার জল ভরা চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে কান্না । আমরা তাকে বৃষ্টি বলি । বৃষ্টির ফোঁটা মাটির বুক চুমে চূর্ণ-বিচূর্ণ হয়ে ফেটে পড়ে কি গভীর বিষাদে,জানতে চায় যুবক । বৃষ্টির শরীরে সে গা মেশায় তাই ।
বৃষ্টি জলে গা ভিজিয়ে শীতল করে মন । পৃথিবীর মাঠ-ঘাটে ছড়িয়ে থাকা পঙ্কিলতা ধুয়ে নিয়ে যায় বৃষ্টি । যুবকের ভাল লাগে । বৃষ্টির সাথে তাই নিত্য সখ্যতা তার । মেঘ বালিকার কান্না হয়ে ঝরে পড়া বৃষ্টি যুবকের মুখ বেয়ে নামে ।
যুবকের কান্না আর মেঘ বালিকার কান্না হয় একাকার । আলগোছে হাত বাড়ায় যুবক তার হাতে । নাহ্ ! তাকে সে পায়না । তার হাতটা খালিই ফিরে আসে । বৃষ্টির রিনিঝিনি সঙ্গিত ছেদ করে চিত্তকার করতে ইচ্ছে করে যুবকের- "এখন তুমি কেমন আছ ? কেমন আছ ? মেলায় কেনা তালপাখাটা,খুব নিশীথে একলা একা কেমন আছে ?!"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।