আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাঃ ৪০০ বছরের পুরোন কি এই নগরী

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কেউ কি বলতে পারেন ঢাকার বয়স কতো ?? ঢাকা প্রায় ৪০০ বছরের পুরোন নগরী । কলকতার বয়ষ কিন্তু ৩০০বছর । আর নিউইয়র্ক এর বয়স ২০০ বছরের কিছু বেশী ।

এই ৪০০ বছরের পুরনো ঢাকায় শুধু বছরের পর বছর পাল্লা দিয়ে লোক সংখ্যা বেড়েছে । এখন ঢাকার জনসংখ্যা কত ?? ২ কোটি ?? এভাবে বাড়তে বাড়তে দেশের সকল জনসংখ্যা কি ঢাকায় এসে জমা হবে ??? দেশের অন্য শহর গুলোতে কোন উন্নত জীবন ব্যবস্থা নেই । তাই সবার আগ্রহ থাকে ঢাকায় বসবাস । দেশের শিক্ষিত জনগনের স্বপ্ন ঢাকায় চাকরি করবে । বেকারদের স্বপ্ন ঢাকায় রিকশা চালাবে ।

ফকিরের আয় ঢাকাতেই বেশী । চোর-ডাকাত-বেশ্যা-বণিতা সকল পেশার মানুষ এর চাই তাই ঢাকায় থাকা । এভাবে লোকসংখ্যা বাড়তে থাকলে কি হবে এই ঢাকার?? এই নগরীর ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে নগরায়ন, সুয়েরেজ, খাবার পানি, ইলেকট্রিশিটি, গ্যাস, টেলিফোন কোন কিছুরই নেই কোন মাস্টার প্ল্যান । কিন্তু কোন কাজই থেমে থাকে না । সব কিছু চলছে , বাড়ছে যে যার ইচ্ছে মতন ।

আমরা বেচে আছি দালানকোঠার মাঝে, হাজার অট্টলিকার ভিড়ে । এই অট্টলিকা গুলো গায়ে গা লাগিয়ে কেইবা আয়শে অন্যের গায়ে হেলান দিয়েন আয়েশী ভংগিতে দাড়িয়ে আছে । আর তার মাঝে কিলবিল করছে মানুষ । কিন্তু এই ঢাকার বেড়ে ওঠার চাকা থাকবে কবে ?? ঢাকার আয়তন বাড়তে বাড়তে এখন গাজীপর নরসিংদী নারায়ণগহ্জও ঢাকা হয়ে যাচ্ছে । ঢাকা কি তবে পুরো দেশ ঢেকে ফেলবে ???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.