আমাদের কথা খুঁজে নিন

   

কোন ক্যামেরায় কত সাইজের প্রিন্ট?



সাধারনত প্রায় সকল স্টুডিওতে এখন ডিজিটাল ছবি প্রিন্ট হয়। আর আপনিও আপনার ডিক্যাম বা এমক্যামে ছবি তুলছেন তা প্রিন্ট করতে পারেন। কিন্তু ছবি কত বড় করে প্রিনট করতে পারবেন তা জানা নাই? সাধারনত জেপিজি তে সব ডিক্যাম ছবি তুলে থাকে। এবং এই ফরম্যাট হতেই ছবি প্রিনট হয়। কালার ছবি প্রিনটএর জন্য মিনিমাম ৭২ ডিপিআই তে থাকতে হবে।

এর কমে হলে ছবি সাইজ ছোট হবে নয়ত ফেটে (পিক্সেলাইজ) হয়ে যাবে। আপনার ডিক্যামের ছবি তোলার অপশনে দেখবেন ৩২০ বাই ২৪০ থেকে ১৬০০ বাই ১২০০ বা বিভিন্ন স্টেপ থাকে। খেয়াল করে দেখবেন এই রেশিও সবসময় ৪:৩ থাকে। তাহলে আপনার ৩২০:২৪০ রেজুলেশন ছবি প্রিন্ট এর নরমাল সাইজ হবে ৪.৪৪ : ৩.৩৩ ইনচি বা ৪ : ৩ ইনচি রাখাই নিশ্চিন্ত (৭২ দিয়ে ভাগ করে)। এই প্রসেসে আপনার তোলা ছবির রেজুলেশন থেকে ছবি কি সাইজে প্রিন্ট করতে পারবেন তা বের করতে পারবেন।

স্টুডিওতে ছবির যে মাপ ব্যাবহার হয় তা হল: TYPE SIZE (MM) SIZE (INCH) 2R 60 x 89 2 x 3.5 3R 89 x 127 3.5 x 5 4R 102 x 152 4 x 6 5R 127 x 178 5 x 7 5RP 127 x 305 7 x 12 6R 152 x 203 6 x 8 8R 203 x 254 8 x 10 8RS 203 x 305 8 x 12 10R 254 x 305 10 x 12 12R 305 x 405 12 x 16

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.