নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com
বহুরূপী মহাজন ফিরে আবার আগের রূপে ফিরে এসেছে। সবাই আমার আনব্যানের জন্য যেভাবে দাবী করেছেন তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। সত্যি কথা বলতে কি, গত কয়েকমাস ধরে সামহ্যোয়ার ইন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। এখানে এসে সবার লেখা পড়া, নিজের আবোলতাবোল লেখাগুলো সবাইকে পড়ানো, এটা ছাড়া আমার দিন আর শেষ হতে চায় না। এখানে বেশিরভাগ ব্লগারের সাথেই আমার সাক্ষাত হয়নি কিন্তু তারপর ও মনে হয় যেন এখানে একঝাক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি।
খারাপ লাগে যখন দেখি আমার প্রিয় দেশের অস্তিত্ব নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে রাজাকারেরা কটাক্ষ করে। তাই সে সময় চুপ করে থাকতে পারি না। এসব দেখে আমার পক্ষে কখনোই চুপ করে থাকা সম্ভব নায়, কেননা এসবই আমার অস্তিত্ব জুড়ে আছে। তাতে যদি আমি কোন নিয়ম ভেঙে থাকি তাতে আমার কোন খেদ নেই। ব্যান হয়েছিলাম তাতেও দুঃখ নেই, কিন্তু আমি খুশি এই ভেবে যে অবশেষে কর্তৃপক্ষ আমাদের মত সাধারণ ব্লগারদের অনুভূতির প্রতি দৃষ্টি দিয়েছে এবং সা. ই. এ মুক্তিযুদ্ধ বিরোধী পোষ্ট নিষিদ্ধ করেছে।
এবং কিছুদিন আগে যখন আমি ব্যান হয়েছিলাম তখন সর্বশেষ রাজাকারপুত্র ওয়ামিকে ব্যান করলো। এখানেই আমার শান্তি। আমি জানি আমি কখনো আমার দেশ মাতৃকাকে অপমানিত হতে দেব না। আমরা যারা দেশকে ভালোবাসি তারা কেউই তা হতে দেবেনা। এখানেই আমাদের শক্তি।
দেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, রাজাকার ও নব্য রাজাকারদের প্রশ্নে কোন আপোষ নয়। সবশেষে কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর আমার সহব্লগার সকলকে ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।