প্রণয় কন্যা আজ আমরা জংলী পার্কে জংগলে প্রণয় নিবেদন করে বেড়াই যেমন করে প্রজাপতি ডাহুক আর বন্য শুকর প্রণয় কণ্যা জানি তোমর ঘর বাধতে ইচ্ছে করে দখিনে বেলকনির কোন ফ্ল্যাট, মস্ত একটা ছাদ ফুলে ভরা বাগান আর রাত দুপুরে পুলকিত জোৎনা স্নান প্রণয় কণ্যা একদিন সবই হবে অর্থ বিত্ত ঘর আসবাব ফুলে ঘেরা কোন মস্ত ছাদ, শিহরণের জোৎনা স্নান কিন্তু প্রণয় কন্যা তখন যে আর ঘরে থাকতে ইচ্ছে করবে না আবার জংলী হতে ইচ্ছে করবে ইচ্ছে করবে বন্য শুকরের মত ঘুত ঘুত শব্দে পার্কে কিংবা তারও চেয়ে গহীন কোন অন্তরালে অবৈধ প্রণয় বিলাতে ,কেন করবে না বল? বদ্ধ পাখির কিএকবারও ইচ্ছে করবে না মুক্ত আকাশ ছোঁতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।