আমাদের কথা খুঁজে নিন

   

মিচকা শয়তান!!! (পর্ব-৪)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

কলেজ থেকে বের হয়ে পাশের দোকানে গেল।

সিগারেটটা ধরিয়ে রওনা হল রাস্তার দিকে। ও খেয়াল করল না। ওর পিছে পিছে একটা লোক ওকে ফলো করছে। হঠাৎ করে লোকটা ওর সাথে ইচ্ছা করে ধাক্কা খেল। লোকটা যাওয়ার পর রাশেদ বাসে উঠলো।

বাস মাঝপথে আসতেই বাসের হেলপার টাকা চাইলো। রাশেদ পকেটে হাত দিয়ে দেখে তার মানিব্যাগ নেই!!! রাশেদের মুখে একটা হাসি ফুটে উঠলো। তারপর মনে মনে বলল, "যাও বেটা, এত কষ্ট করে একটা ছেড়া মানিব্যাগ নিলা। সাথে কয়েকটা ছেড়া দুইটাকার নোট। রাশেদ হেলপারের টাকা দিলো পকেট থেকে আসল মানিব্যাগ বের করে।

বাস থেকে নামতে গিয়ে ধাক্কা খেল একজনের সাথে। মেয়েটা ভিকারুন্নিসা কলেজে পড়ে। একমুহুর্তে রাশেদ আরোও পড়ে নিল মেয়েটার নাম অন্তরা। আইডেনটিটি কার্ড ছিল ওর সাথে। তাড়াতাড়ি সরি বলে ভাগার চেষ্টা করল রাশেদ।

কিন্তু মেয়েটা এত সহজে ওকে যেতে দিল না। অন্তরাঃ কি ভাই, পথ দেখে চলতে পারেন না? রাশেদঃ ইয়ে মানে হয়েছে কি? ভুল করে ধাক্কা লেগেছে। সরি। অন্তরাঃ আমি যদি এখন পড়ে যেতাম তাহলে? রাশেদঃ সরি আপু, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি? অন্তরাঃ ওই বেটা, আবার আপু আপু করছ কে? একদম ভাব লইবি না। এইসব আমার একদম ভাল লাগে না।

রাশেদঃ তাইলে কি আপনি না কইয়া তুমি কমু? অন্তরাঃ ওই, আমি কি তোর লগে প্রেম করি? আবার তুমি ফুটাস! আস্তে আস্তে ভিড় জমতে লাগলো। অবস্থা বেগতিক দেখে রাশেদ বলল, "সরি আপু, ভুল হয়েছে। কিছু মনে করবেন না। " অন্তরা বলল, "ঠিক আছে। " তাড়াতাড়ি ভিড় থেকে বেরিয়ে রাশেদের মনে হল ও যেন জাহান্নাম থেকে বেড়িয়েছে।

" "উফ!!! এরকম মেয়ে দুনিয়ায় আর একটাও বোধহয় নেই?"-মনে মনে বলল। কিছুক্ষণ পরে বুঝল পকেটে কি যেন কাপছে। ওর মোবাইলটা বাজছে। এত গোলমালের ভিতরে টেরই পায়নি। ক্লাস থেকে বের হয়ে মোবাইলে সাউন্ড দিতে ভুলে গেছে।

তাড়াতাড়ি রিসিভ করলো... রাশেদ, "হ্যালো। কে বলছেন?" ওপাশ থেকে জবাব, "আমি সাকিব" রাশেদ, "আরে সাকিব, কেমন আছিস?" ওপাশ থেকে জবাব, "ভালই আছি। তুই কেমন আছিস?" রাশেদ, "ভাল" ওপাশ থেকে জবাব, "এতক্ষণ ধরে রিং করছি। তুই রিসিভ করছিস না কেন? কি হয়েছে?" রাশেদ," "আর বলিস না। একটা ছেমড়ির সাথে ধাক্কা খাইছিলাম।

সে উল্টাপাল্টা কওয়া শুরু করলো। বিরক্তিকর। " ওপাশ থেকে জবাব, "হুম........। বুঝি বুঝি সবই বুঝি। মাইয়া মানুষ দেখলে হুশ থাকেনা না? ধাক্কা খাও কে?" রাশেদ," আরে বেটা বাদ দে।

ফোন করছোস কেন?" ওপাশ থেকে জবাব, "আজকে আমার জন্মদিন। তুই আসবি। " রাশেদ, "তাই নাকি? হ্যাপি বার্থডে। অবশ্যই আসমু। " ওপাশ থেকে জবাব, "ওকে।

খোদা হাফেজ। রাখলাম" ((চলবে নাকি জানিনা। তবে চালানোর চেষ্টা করবো........))

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।