স্নেহের সাদি
পয়লা দোয়া নিও। আশা করি নিজ কর্মে ব্যস্ত থাকিয়া দিনাদি গুজার করিতেছ। মার্কিন মুলুকে থাকিয়াও আমাগো মতন নাদান পাবলিকদিগকে মনে পড়ায় বড়ই কৃতার্থবোধ করিতেছি। বিভিন্ন খন্দে তোমার কোনু খোজ খবব না পাইয়া যেই সিদ্ধান্ত করিয়াছি হয়তো ভুলিয়া গেছ নয়তো মরিয়া গেছ। তদীয় মুহুর্তে তোমার একখানা পত্র ব্লগীয়জালে ছাড়িয়া দিলে।
ভদ্রে ইহা জানিয়া পুলক লাগিবে যে এই অধমের একখানা কিতাব ২০০৮ সালের জানুয়ারিতে প্রকাশিত হইয়া সামান্য নিন্দা কুড়াইয়াছে। তদীয় নাম এই মিছা কবি জীবন। তুমি যে কয়টা প্রচ্ছদ করিয়া দিয়াছিলে। কিসে দিয়াছিলে তাহা বঙ্গ মুলুকের কেহ খুলিতে পারে নাই। ফলে বাধ্য হইয়া নজমুল আলবাব তদীয় শিষ্যদিগকে দিয়া একখানা প্রচ্ছদ প্রসব করাইয়াছে।
এবং কিতাব খানাও তাহার প্রভুত বিসর্জনে সিক্ত। তদুপরি তোমাকে দোয়া করিতেছি মার্কিন মুলুকে শুনি গাড়ীঘোড়া খুব জোরসে চলাফেরা করিয়া থাকে। ডাইনে বাইনে থাকাইয়া হাটাচলা করিও। আর মার্কিনী মেয়েছেলেগুলানের নাকি কোনো বাচবিচার নাই। সাবধান ভদ্রে।
যোগাযোগ রাখিও।
তোমার ইহলৌকিক মঙ্গকামানায়
অধম মাশা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।